জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬:জেলা পর্যায়ে বাবা মেয়ের সাফল্য
প্রতিনিধি:
/ ২
দেখেছেন:
পাবলিশ:
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
মোরেলগঞ্জ প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলায় বাবা ও মেয়ের ব্যতিক্রমী সাফল্য শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জাকির হোসেন উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (স্কুল)” হিসেবে নির্বাচিত হন গত ৮ জানুয়ারি। পরবর্তীতে ১২ জানুয়ারি জেলা পর্যায়েও তিনি “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়ে নিজের ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রাখেন। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালেও তিনি মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১০ বছর পর ২০২৬ সালে পুনরায় একই সম্মানে ভূষিত হয়ে তিনি প্রমাণ করলেন—নিবেদিত শিক্ষকতা কখনো পুরস্কারহীন থাকে না।
অন্যদিকে তাঁর দু’টি সন্তানের মধ্যে একমাত্র কন্যা সানজিদা বিনতে জাকির, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা)” নির্বাচিত হয়ে বাবার সাফল্যের ধারাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। সানজিদা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১. ক্বিরাত, ২. ২. হামদ, ৩. না’তে রাসুল (সা.) এই তিনটি ইভেন্টেই ক-গ্রুপে প্রথম স্থান অধিকার করে। পরবর্তীতে জেলা পর্যায়েও একই তিনটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে সে জেলা পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখে।
শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছেন, বাবা ও মেয়ের এই যুগল সাফল্য শুধু একটি পরিবারের গর্ব নয়, বরং এটি পুরো মোরেলগঞ্জ উপজেলার জন্য অনুপ্রেরণার বার্তা। এই সাফল্য প্রমাণ করে—সঠিক শিক্ষা, নৈতিকতা ও পরিশ্রম একসাথে থাকলে প্রজন্ম থেকে প্রজন্মে সাফল্যের ধারা অব্যাহত থাকে। স্থানীয় শিক্ষার্থীরা সানজিদাকে ভবিষ্যতের আদর্শ শিক্ষার্থী হিসেবে দেখছে এবং মো: জাকির হোসেনকে একজন অনুকরণীয় শিক্ষক হিসেবে সম্মান জানাচ্ছে। এই যুগল অর্জন জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ কে মোরেলগঞ্জের জন্য স্মরণীয় করে রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।