সানযিয়া অরনী
ভালোবাসা ছিল খুব শান্ত,
কোনো শব্দে জোর ছিল না।
পাল্টে গেলে তুমি এমন করলে
যেন দোষটা আমারই—তোমার না।
আমি কিছু বলিনি,
চুপ থাকাই ছিল উত্তর।
আর তুমি নিজেই প্রমাণ করলে
কে ছোট, কে ভেতরে ফাঁপা আর অহংকারে ভরপুর।
আমি হারাইনি কিছু,
শুধু ভুলটা ঠিক করেছি।
তুমি নিজেই নিজের মুখোশ খুলে
আমাকে নয়—নিজেকেই ছোট করেছ।