কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: পিরোজপুর প্রেসকাবের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হিসেবে খেলাফত হোসেন
খসরু নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাটের
কচুয়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
এক বিবৃতিতে তারা বলেন, খেলাফত হোসেন খসরু এর আগে টানা তিনবার সহ-সভাপতি
হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে
নির্বাচিত হয়ে তিনি একটানা চতুর্থবার প্রেসকাবের গুরুত্বপূর্ণ পদে
দায়িত্ব পেলেন, যা তার প্রতি সাংবাদিক সমাজের আস্থা ও গ্রহণযোগ্যতারই
প্রতিফলন।
বিবৃতিতে আরও বলা হয়, পেশাদারিত্ব, সততা ও সংগঠনকে শক্তিশালী করার েেত্র
তার ভূমিকা প্রশংসনীয়। আগামী দিনেও তিনি পিরোজপুর প্রেসকাবকে আরও গতিশীল
ও ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাগেরহাট২৪ ডটকমের সম্পাদক খন্দকার
নিয়াজ ইকবাল, দৈনিক আজকের সংবাদ-এর কচুয়া প্রতিনিধি শুভংকর দাস বাচ্চু,
দৈনিক গণমুক্তির বাগেরহাট প্রতিনিধি নকীব মিজানুর রহমান,দৈনিক জন্মভূমির
কচুয়া প্রতিনিধি ফরিদুর রহমান শামিমসহ কচুয়া উপজেলায় কর্মরত
সাংবাদিকবৃন্দ