জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের সফলতম ওপেনার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন মন্তব্য করেন এই পরিচালক, যিনি বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যানও। মোস্তাফিজ-ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কিছু মন্তব্য করেন তামিম। তেমনই একটি মন্তব্যের ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে নাজমুল ইসলাম লিখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া আসে সেই পোস্টের প্রেক্ষিতে। চাপের মুখে মাঝরাতে সে পোস্ট মুছে দেন ওই বিসিবি পরিচালক। সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল লিখেন, ‘এটা খুবই অসম্মানজনক।’ এছাড়া এই ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।