শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভোরের নীরবতা ভেঙে সিলেটে ভূমিকম্প, মাত্রা ৫.৪, নেই ক্ষয়ক্ষতির খবর

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

ভোররাতে হঠাৎ কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। কয়েক সেকেন্ডের এই কম্পনে ঘুম ভেঙে যায় অনেকের। সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় অনুভূত এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হালকা থেকে মাঝারি ধরনের কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেন অনেকে।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং গুয়াহাটি থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল আনুমানিক ৩৫ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। সংস্থাটির তথ্যেও ভূমিকম্পের মাত্রা ৫.৪ উল্লেখ করা হয়েছে। তবে একটি প্রতিবেদনে ইউএসজিএস উৎপত্তিস্থলের গভীরতা তুলনামূলক কম, প্রায় ১০ কিলোমিটার বলেও জানায়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে। সেখানে এর মাত্রা ছিল ৫.৪। তিনি বলেন, “ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল ভূমিকম্পের কেন্দ্রের খুব কাছাকাছি হওয়ায় এখানে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। ভোররাতে ঘুমের মধ্যে থাকায় অনেকেই কম্পন টের পাননি বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতীতেও বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।


এই বিভাগের আরো খবর