বিদেশ : গাম্বিয়ার উপকূলে ২০০ জনেরও বেশি অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। গত শুক্রবারের (এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দেশটির প্রেসিডেন্ট আদামা ব্যারো এক রাষ্ট্রীয় সমপ্রচারে জানিয়েছেন, নববর্ষের আগের দিন উত্তর-পশ্চিম গাম্বিয়ার নর্থ ব্যাংক অঞ্চলে ডুবে যাওয়া নৌকা থেকে কমপক্ষে ১০২ জন জীবিত উদ্ধার করা হয়েছে এবং সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার জিনাক গ্রামের কাছে ঘটনার কয়েকদিন পর জরুরি পরিষেবাগুলোতে স্থানীয় জেলে এবং অন্যান্য স্বেচ্ছাসেবকরা মরদেহ খুঁজতে যোগ দেন। ইউরোপে যাওয়ার জন্য মরিয়া হাজার হাজার আফ্রিকান প্রায়শই আটলান্টিক উপকূলে নৌকায় ভ্রমণ করে তাদের জীবনের ঝুঁকি নেয়। এটি বিশ্বের অন্যতম মারাত্মক অভিবাসী রুট- গাম্বিয়া, সেনেগাল এবং মৌরিতানিয়াজুড়ে পশ্চিম আফ্রিকার উপকূলকে সংযুক্ত করে। ২০২৫ সালের আগস্টে গাম্বিয়া থেকে আসা একটি নৌকা মৌরিতানিয়ার উপকূলে ডুবে যাওয়ার পর প্রায় ১৫০ জন মারা যান অথবা নিখোঁজ হন। ২০২৪ সালের জুলাই মাসে একই ধরণের একটি ঘটনায় এক ডজনেরও বেশি অভিবাসী নিহত হন এবং আরও ১৫০ জনকে নিখোঁজ ঘোষণা করা হয়।