বিদেশ : ভেনেজুয়েলার সামপ্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির সঙ্গে থাকা সীমান্তজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে কলম্বিয়া। শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টায় আয়োজিত জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ ে(সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পেত্রো জানান, ভেনেজুয়েলা থেকে সম্ভাব্য বিপুল সংখ্যক শরণার্থীর ঢল সামলাতে কলম্বিয়া তাদের সকল মানবিক সহায়তা ও ত্রাণ সক্ষমতাকেও সক্রিয় করছে। প্রেসিডেন্ট পেত্রো আরও জানান, ভেনেজুয়েলায় কলম্বিয়ার দূতাবাস এখনও চালু রয়েছে এবং সেখানে অবস্থানরত কলম্বীয় নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে কলম্বিয়া বর্তমানে পরিষদের জরুরি বৈঠক ডাকার বিষয়ে সহযোগী দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। ভেনেজুয়েলার পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করে পেত্রো তার পোস্টে লিখেছেন, ‘কলম্বিয়া সরকার ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং লাতিন আমেরিকার ওপর এই আগ্রাসনের নিন্দা জানাচ্ছে।’