বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হুটহাট নয়, হিসাবি পথেই ক্যারিয়ার গড়ছেন নাজিফা তুষি

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বিনোদন: সংখ্যা নয়, কাজের মানই নাজিফা তুষির কাছে সবচেয়ে বড় বিবেচনা। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী জানালেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয়ের ক্যারিয়ার, সব ক্ষেত্রেই তিনি হিসাব করে পথ চলেন। হুটহাট সিদ্ধান্তে নয়, ভেবেচিন্তে কাজ বেছে নেওয়ার এই দর্শনই তাকে আলাদা করে চেনায় বলে মনে করেন তিনি নিজেই। ‘হাওয়া’ সিনেমা দিয়ে দর্শকের নজরে আসার পর কিছুটা আড়ালে চলে গেলেও নাজিফা তুষি থেমে ছিলেন না। নীরবে শুটিং চালিয়ে গেছেন। গত বছরের শেষ দিকে তার অভিনীত ‘রইদ’ সিনেমার ট্রেলার প্রকাশের পর আবারও আলোচনায় ফেরেন তিনি। নতুন বছরেও একাধিক কাজ মুক্তির অপেক্ষায় থাকায় তাকে ঘিরে আগ্রহ বাড়ছে দর্শক মহলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনদর্শন ও কাজের নীতি নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের সঙ্গে ক্যারিয়ারের মিল টেনে তুষি বলেন, “আমি ব্যক্তিগত জীবনেও হিসাব করে চলি। হুট করে সিদ্ধান্ত নিই না। ক্যারিয়ারেও সেটার প্রভাব পড়েছে। শুরু থেকেই বেছে কাজ করেছি। শুধু সংখ্যার জন্য কোনো প্রজেক্টে জড়াইনি। দর্শক গ্রহণ না করলে কাজ করে লাভ কী?”বেছে কাজ করার এই মানসিকতার কারণে আর্থিক চাপে পড়তে হয় কি না, এমন প্রশ্নের উত্তরে স্পষ্ট অবস্থান নেন তুষি। তিনি বলেন, “চাপ আসে, অস্বীকার করব না। কিন্তু সেটা মেনেই চলতে হয়। আমি অভিনয় করতে এসেছি, শিল্পচর্চা করতে এসেছি, শুধু অর্থের পেছনে ছুটতে নয়। কোয়ালিটির প্রতি বিশ্বাস রাখলে সম্মান আর অর্থ দুটোই একদিন আসে।” আগামী দিনের কাজের পরিকল্পনা নিয়েও কথা বলেন নাজিফা তুষি। জানান, গত বছর সম্পন্ন হওয়া তার কাজগুলো চলতি বছরে পর্যায়ক্রমে দর্শকদের সামনে আসবে। আপাতত সেগুলোর দিকেই তার মূল মনোযোগ। পাশাপাশি ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক সফর ও মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি। এ ছাড়া ‘রঙ্গমালা’ সিনেমার বাকি অংশের শুটিং, একটি ওয়েব সিরিজের মুক্তি এবং নতুন আরেকটি কাজের প্রস্তুতিও চলছে। সব মিলিয়ে কাজের মধ্যেই পুরো বছর কাটাতে চান নাজিফা তুষি। তার ভাষায়, সময়টা কাজে দিতে পারলেই তিনি সবচেয়ে স্বস্তি পান।


এই বিভাগের আরো খবর