বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কপিল শর্মা শো ঘিরে দর্শকদের অর্থ লেনদেনের অভিযোগ

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বিনোদন: হাসির মঞ্চ হিসেবে পরিচিত ‘কপিল শর্মা শো’ এবার পড়েছে বিতর্কের কেন্দ্রে। জনপ্রিয় এই টেলিভিশন অনুষ্ঠানটির শুটিং দেখতে গেলে নাকি দর্শকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়, এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে আলোচনা ও ক্ষোভ। নতুন বছরের শুরুতেই কৌতুকের আড়ালে উঠে এলো অর্থ লেনদেনের প্রশ্ন। দীর্ঘদিন ধরেই কপিল শর্মার অনুষ্ঠান সামনে বসে দেখার আগ্রহ প্রকাশ করে আসছেন অসংখ্য দর্শক। তবে কীভাবে দর্শক হিসেবে শুটিংয়ে প্রবেশ করা যায়, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় বিভ্রান্তি তৈরি হয়। সম্প্রতি এক অনুরাগী সামাজিক যোগাযোগমাধ্যমে কপিল শর্মার কাছে জানতে চান, তার মা সরাসরি শুটিং দেখতে চান, কীভাবে সেটি সম্ভব। জবাবে কপিল জানান, তার দলের সঙ্গে সমাজমাধ্যমে যোগাযোগ করলেই হবে। এই উত্তর প্রকাশ্যে আসার পরই বিতর্কের সূত্রপাত। একাধিক অনুরাগী দাবি করেন, এর আগেও তারা শুটিংয়ে যাওয়ার চেষ্টা করে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। অভিযোগ ওঠে, দর্শক হিসেবে বসার সুযোগ দিতে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছিল। কেউ কেউ বলেন, পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়। আবার অনেকের প্রশ্ন, যদি অর্থ দেওয়ার বিষয়টি থেকেই থাকে, তবে তা আগে থেকেই পরিষ্কারভাবে জানানো হয় না কেন। এ নিয়ে দর্শকদের একাংশ মনে করছেন, সাধারণ দর্শকের জন্য শোটি আদৌ কতটা উন্মুক্ত, তা নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। হাসির অনুষ্ঠানে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও অর্থ লেনদেনের এমন অভিযোগ দর্শকদের হতাশ করছে। এই বিষয়ে এখনও পর্যন্ত কপিল শর্মা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, কপিলের হাসির মঞ্চে পৌঁছাতে কি সত্যিই গুনতে হয় বড় অঙ্কের মূল্য, নাকি এসব অভিযোগের পেছনে রয়েছে অন্য কোনো বাস্তবতা। স্পষ্ট জবাব না আসা পর্যন্ত বিতর্ক ও অনিশ্চয়তাই বাড়ছে দর্শকমহলে।


এই বিভাগের আরো খবর