বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ব্লু-বিকন স্কিল একাডেমির শুভ উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) যুব সমাজের আয়োজনে জেলার মোরেলগঞ্জ উপজেলার শ্রেনীখালী গুচ্ছ গ্রাম এলাকায় প্রতিষ্টানের পরিচালক শামিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, জামায়াতে ইসলামী যুব বিভাগের সহ-সভাপতি কামরুজ্জামান নাছির, বাঁধন মানব উন্নয়ন সংস্থার মিডিয়া কোঃঅর্ডিনেটর ও বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ শওকত হোসেন, প্রজেক্ট কোঃ অর্ডিনেটর সোহাগ হাওলাদার, শাহজাহান হাওলাদার, তাছলিমা বেগম, প্রশিক্ষক রিমা আক্তারসহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিষ্ঠানের পরিচালক শামীমা আক্তার বলেন, আমাদের এই এলাকার গুচ্ছ গ্রামে শতশত ভুমিহিন লোক বসবাস করে। তাদের মধ্যে অনেকে খুব কষ্ঠে জীবন যাপন করে। আমরা গ্রামের পিছিয়ে পরা নারী-পুরুষ ও যুবকদের বিভিন্ন ধরনের ট্রেনিং করাতে চাই। আমরা একশন এইড বাংলাদেশের মাধ্যমে এবং নিজেদের কিছু সহযোগিতা নিয়ে এই ব্রাইট জুটেক্স প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছি। আমরা চাই গ্রামিন নারী পুরুষকে আর্থিকভাবে স্বচ্ছল করতে।
পরে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্ভোধন করা হয়।