চলছে আফ্রিকা কাপ অব নেশন্স। মহাদেশীয় সেই শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে হাজির ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পেও। তার আকস্মিক হাজিরা দেওয়ার কারণ সাবেক পিএসজি সতীর্থ আশরাফ হাকিমি। গত শুক্রবার মরক্কোর রাবাতের প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের একজন ছিলেন ফরাসি ফরোয়ার্ড। গ্রুপ পর্বে স্বাগতিকদের দ্বিতীয় ম্যাচে নিজের ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমিকে সমর্থন জানাতেই মরক্কোতে গেছেন এমবাপ্পে। এ সময় তিনি হাকিমির ২ নম্বর জার্সি গায়ে দিয়ে গ্যালারিতে হাজির হন। ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, পিএসজিতে একসঙ্গে খেলার সময় থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। সেই হাকিমির আমন্ত্রণেই এমবাপ্পে মাঠে হাজির হন। ৬৩ হাজার ৮৪৪ দর্শকের গ্যালারিতে তার উপস্থিতি ব্যাপক উচ্ছ্বাসের জন্ম দেয়। তবে উত্তেজনাপূর্ণ এই রাত শেষ পর্যন্ত হতাশারই কারণ হয়েছে মরক্কোর জন্য। মালির বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বরেকর্ড গড়া ১৯ ম্যাচের টানা জয়ের ধারায় ছেদ পড়ে গেছে মরক্কোর। ফলে শেষ ষোলোতে ওঠা এখনও নিশ্চিত হয়নি স্বাগতিকদের। টুর্নামেন্ট শুরুর আগে টানা ১৯টি আন্তর্জাতিক ম্যাচ জিতলেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর পর আর জয় ধরে রাখতে পারেনি মরক্কো। ম্যাচের দুই গোলই আসে পেনাল্টি থেকে। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে এগিয়ে যায় মরক্কো। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে ঠেকাতে গিয়ে মালির ডিফেন্ডার নাথান গাসামার হ্যান্ডবলের পর পেনাল্টি পায় মরক্কো। সেখান থেকে গোল করেন দিয়াজ। এটি ছিল টুর্নামেন্টে তার দ্বিতীয় গোল। ৬৪তম মিনিটে সমতায় ফেরে মালি। জাওয়াদ এল ইয়ামিকের কড়া চ্যালেঞ্জে বঙ্রে ভেতরে পড়ে যান লাসিন সিনায়োকো। সেখান থেকে গোল করেন সিনায়োকো। শেষ দিকে মরক্কো একাধিকবার আক্রমণ চালালেও সফল হয়নি। ১০ মিনিটের যোগ করা সময়েও দৃঢ়তা ধরে রাখে মালি। এই ড্রয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে রয়েছে মরক্কো। দুই পয়েন্ট করে নিয়ে তাদের পেছনে মালি ও জাম্বিয়া। তলানিতে রয়েছে কমোরোস। গ্রুপ সেরা হতে আগামীকাল সোমবার জাম্বিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের।