বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় যুব নেতৃত্বের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৭ডিসেম্বর)দুপুরে উপজেলার মিম অডিটোরিয়ামে দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
জার্মানের সহযোগিতা ডয়চে জুসামেন আরবাইট এর সহায়তায় সুন্দরবন সুরক্ষা প্রকপ্লের আওতায় সুন্দরবনের যুব ফোরামের সদস্যদের জন্য দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন রুপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। বিশেষ অতিথি ছিলেন রুপান্তরের মনিটরিং কর্মকর্তা দীপ সাহা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন,খুলনা ইউনির্ভাসিটির শিউলী চাকমা ও মোঃ মাহফুজ।
সুন্দরবন অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে সুন্দরবনের পরিবেশগত সংকট, প্লাস্টিক ও অন্যান্য দূষণের ক্ষতিকর প্রভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় যুব নেতৃত্বের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি, কমিউনিটি সচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রশিক্ষণে খন্দকার জিলানী হোসেন বলেন, সুন্দরবনের টেকসই উন্নয়ন ও বাস্তুতন্ত্র রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের সদস্যরা পরিবেশ রক্ষায় আরও সংগঠিতভাবে কাজ করতে অনুপ্রাণিত হবে এবং নিজেদের এলাকায় দূষণ হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।#