স্পোর্টস: ভারতের জুটিকে হারিয়ে, থাইল্যান্ডের জুটিকে উড়িয়ে আকাশ ছোঁয়ার যে স্বপ্ন ডানা মেলেছিল, তাকে পূর্ণতা দিতে পারলেন না আল আমিন জুমার-ঊর্মি আক্তার। ইউনেঙ্-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২৫ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের ফাইনালে মালয়েশিয়ার জুটির কাছে হেরেছেন তারা।
পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শনিবার সেরা হওয়ার লড়াইয়ে ইসাক আনিফ-ক্লারিসা জান জুটির কাছে ২-০ সেটে হারেন জুমার-ঊর্মি।
প্রথম সেটে অবশ্য ছিল দারুণ কিছুর আভাস। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে টাইব্রেকারে ২৭-২৫ পয়েন্টে হেরে যান জুমার-ঊর্মি।
দ্বিতীয় সেটে একেবারেই বিবর্ণ ছিলেন দুজনে, হেরে যান ২১-১৪ পয়েন্টে। তাতে করে রৌপ্য পদক নিয়েই তুষ্ট থাকতে হয় জুমার-ঊর্মির মতো বাংলাদেশকেও।
রুপা পেলেও সোনা জয়ের স্বপ্ন পূরণের খুব কাছাকাছি এসে না পারার হতাশা ফুটে উঠল ঊর্মির কণ্ঠে। মালয়েশিয়ার জুটির বিপক্ষে দ্বিতীয় সেটে নিজেদের মেলে ধরতে না পারার কারণও খুঁজে পেয়েছেন এই শাটলার।
“অবশ্যই আমরা অনেক সন্তুষ্ট (রুপা পেয়ে), কারণ বাংলাদেশে এই প্রথম আমরা ইন্টারন্যাশনালে ফাইনালে উঠেছি। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু ফাইনালে খেলেছি, এটাতেই আমরা খুশি।”
“(দ্বিতীয় সেটে না পারার কারণ) ওরা আসলে দীর্ঘ সময় ধরে অনুশীলন করে, ভালো কোচের অধীনে থাকে এবং ওদের সুযোগ-সুবিধা অনেক বেশি। ওদের স্পন্সর, ট্রেনিং সব কিছুই আমাদের চেয়ে ভালো। আমরা সারা বছর ট্রেনিংয়ের সুযোগ পাই না, এই গ্যাপটুকুই আমাদের পিছিয়ে রেখেছে।”