সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বলিউডে আরিফিন শুভ

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বলিউডের কোনো সিনেমা বা সিরিজে বাংলাদেশি অভিনেতার কাজ-এমন খবর বরাবরই ঢাকার দর্শকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি করে। আর সেই কাজ যদি হয় পুরো গল্পের মূল চরিত্রে, তবে সেই আনন্দ নিঃসন্দেহে বহুগুণে বেড়ে যায়। ঠিক এমন এক সময়েই ‘জ্যাজ সিটি’ নিয়ে এলো সুখবর। যেখানে ঢাকার নায়ক আরিফিন শুভ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। গত মঙ্গলবার সনি লিভ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ‘জ্যাজ সিটি’র টিজার। আর সেই ঘোষণার পরই নড়েচড়ে বসেছে দুই বাংলার দর্শক। টিজারে আরিফিন শুভকে দেখা গেছে জিমি রায় চরিত্রে-যে চরিত্রকে ঘিরেই আবর্তিত পুরো সিরিজের গল্প। বলা যায়, জিমিই এই সিরিজের প্রাণ। টিজারে শুভকে দেখা যায় একাধিক ভিন্ন লুকে। কোথাও ধূসর রঙের -্লমি কাট স্যুেট মার্জিত ও রহস্যময়, কোথাও আবার ঝকঝকে সাদা স্যুট পরে নাচে মগ্ন। প্রতিটি লুকেই রয়েছে রেট্রো ছোঁয়া-চুলের স্টাইল, পোশাক ও শরীরী ভাষায় -্পষ্টভাবে ফুটে উঠেছে ১৯৭০-এর দশকের আবহ। জিমি রায় চরিত্রটি নিয়ে আরিফিন শুভ বলেন, ‘এটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়-সংগীতও গল্প বলে। অনেক অনুভূতি ও পরি-ি’তি সংলাপের বাইরে সংগীত, নীরবতা ও মুহূর্তের মাধ্যমে প্রকাশ পায়। পুরো সিরিজজুড়ে জ্যাজ মিউজিকের একটি গভীর আবহ অনুভব করা যাবে।’ জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্টে শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়-বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি-যা এই সিরিজকে আরও আলাদা মাত্রা দিয়েছে। টিজার থেকে আরও জানা যায়, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বা-্তবতা, মানুষের টানাপড়েন ও পরিবর্তনের গল্পই উঠে আসবে সিরিজটিতে। নির্মাণশৈলীতে ইতিহাস ও আবহকে যতটা সম্ভব জীবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে-যাতে দর্শক যেন সত্যিই সেই সময়ে ফিরে যেতে পারে। সিরিজটির নির্মাতা সৌমিক সেন-যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ–্রষ্টা হিসেবে বলিউডে প্রশংসা কুড়িয়েছেন। ‘জ্যাজ সিটি’-তে তিনি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন। আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনী মিত্র। এছাড়া রয়েছেন বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ। সনি লিভ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজি-এই তিন ভাষায় মুক্তি পাবে ‘জ্যাজ সিটি’। টিজার মুক্তির পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।


এই বিভাগের আরো খবর