সর্বশেষ :
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা  বাগেরহাটে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী রাহাদ।। মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে   জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন মরক্কোতে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু গুয়াতেমালার আদিবাসী অঞ্চলে সংঘর্ষে নিহত ১৩ বলসোনারোর সাজা কমানো বিলের বিরুদ্ধে ব্রাজিলে হাজার হাজার মানুষের বিক্ষোভ থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শোয়াই ফেলবো একদম :নাজমুল হোসেন শান্ত

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

খেলাধুলা:ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এবারের বিজয় দিবসে প্রীতি ম্যাচ আয়োজন করেছে। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুই দলে ভাগ হয়ে এই ম্যাচ খেলবেন নুরুল হাসান সোহান-জাকের আলীরা। ম্যাচের আগে মেহেদী হাসান মিরাজের অদম্য দলকে হুমকি দিয়ে রাখলেন অপারেজয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘এরকম ম্যাচ খেলার সুযোগ আমাদের আসলে এর আগে হয়নি। তো খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগবে এবং খুবই এঙ্াইটেড। ছাড় দেওয়ার কথা যেটা বললেন, কোনো ছাড়াছাড়ি হবে না। শুয়াই ফেলব একদম।’ মজার ছলে শান্ত আরো বলেন, ‘প্রিপারেশন মাঠে দেখতে পাবেন না। প্রিপারেশন সব মুখে মুখে হচ্ছে। তাই মাঠের কোনো প্রিপারেশন নাই, মুখে মুখেই প্রিপারেশন হচ্ছে। শোয়াই ফেলতেও পারি, নাহলে শুয়েও যেতে পারি। যেকোনো কিছুই হইতে পারে।’ অদম্য দলের কোচ সোহেল ইসলামও জবাব দিয়েছেন মজার ছলেই। তিনি বলেন, ‘আমরা আসলে কথায় বিশ্বাসী না, আমরা মাঠে বিশ্বাসী। আমরা মাঠেই এটার প্রমাণ করব যে কে কাকে শোয়ায়। তো আমরা আসলে সেভাবে রেডি হচ্ছি। তো এটা মাঠের বাইরে কথা চালাচালি হবে এবং আমরা আসলে এগুলা কানে নিচ্ছি না। আমরা আসলে আমাদের মতো রেডি হচ্ছি। আমরা ইনশাল্লাহ মাঠেই এটা প্রমাণ করব।’ আর অদম্য দলের অধিনায়ক মিরাজ বলেন, ‘যদি খেলার ভিতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেট দিয়ে গিয়েছে, শান্ত থ্রেট দিচ্ছে। সো আমরা… যদি ওরা যদি থ্রেট দেয়, আমরাও যদি থ্রেট দিই… সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব ম্যাচটা জিতে যেন ওদেরকে এই থ্রেটটার জবাবটা দিতে।’

অপরাজেয় দল-
পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম পাটোয়ারি, নাহিদ রানা ও সাকলাইন সজিব, জিসান আলম, এস, এম, মেহেরব অহিন, রাকিবুল হাসান ও রিপন মন্ডল।

অদম্য দল-
মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ হাবিবুর রহমান সোহান, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম।


এই বিভাগের আরো খবর