সর্বশেষ :
ফুলে ফুলে ভরে উঠল জাতীয় স্মৃতিসৌধ, বীর শহীদদের শ্রদ্ধায় মানুষের ঢল নিরাপত্তা শঙ্কায় ভোটের মাঠ ছাড়লেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের বিশ্বরেকর্ড বাংলাদেশের বিজয় দিবসে মোদি ও রাহুলের পোস্ট, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অনুপস্থিত বাংলাদেশের নাম তেজগাঁওয়ের আকাশে নজরকাড়া এয়ার শো পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা  বাগেরহাটে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী রাহাদ।। মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে   জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বলসোনারোর সাজা কমানো বিলের বিরুদ্ধে ব্রাজিলে হাজার হাজার মানুষের বিক্ষোভ

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ব্রাজিলের বিভিন্ন শহরে গত রোববার হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজা কমানোর একটি বিলের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ। অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারো ইতোমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। আগামী বুধবার সিনেটে বিলটি বিবেচনা করা হতে পারে। ওই বিলে বলা হয়েছে, বলসোনারোকে তার ২৭ বছরের সাজার মাত্র দুই বছর পার হওয়ার পর তাকে জামিন দেওয়া যেতে পারে। আগামী বুধবার ভোরে রক্ষণশীল-নিয়ন্ত্রিত নিম্নকক্ষ কংগ্রেসে এই বিলটি পাস হওয়ার পর, এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বামপন্থী গোষ্ঠী এবং কর্মীরা, যাদের মধ্যে বিখ্যাত গায়ক কেতানো ভেলোসোও রয়েছেন। ২০২২ সালের নির্বাচনের পর প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতা গ্রহণে বাধা দেওয়ার একটি পরিকল্পনার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর, অতি-ডানপন্থী বলসোনারোকে নভেম্বরে কারাগারে পাঠানো হয়। গত রোববার রিও ডি জেনিরোতে, প্রায় ১৯ হাজার মানুষ বিখ্যাত কোপাকাবানা সৈকতে ‘কোনও সাধারণ ক্ষমা নয়’ এবং ‘কংগ্রেস, জনগণের শত্রু’ লেখা ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানায়। ভেলোসো এবং অন্যান্য সঙ্গীতশিল্পীরা একটি ছোট মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। অভিনেত্রী ফার্নান্দা টোরেস বলেন, ‘আমরা কংগ্রেসকে জাগিয়ে তুলতে এখনও এখানে আছি। তারা নিজেদের জন্য কাজ করতে পারে না। ব্রাজিলের বন, নারীর অধিকার ও গণতন্ত্রের জন্য আমরা এখনও এখানে রয়েছি। আমরা এখনও এখানে আছি।’বিক্ষোভকারীরা রাজধানী ব্রাসিলিয়ায় জাতীয় জাদুঘর থেকে কংগ্রেস পর্যন্ত মিছিল করে।

 


এই বিভাগের আরো খবর