সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘ব্যাচেলর পয়েন্টে’ অন্তরার প্রত্যাবর্তন, নতুন রহস্য নিয়ে এলেন স্পর্শ

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিনোদন: দীর্ঘদিন পর দর্শকপ্রিয় চরিত্র অন্তরার প্রত্যাবর্তন আর নতুন মুখ স্পর্শের আগমনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘ব্যাচেলর পয়েন্ট’। জনপ্রিয় এই ধারাবাহিকের পঞ্চম সিজনে একসঙ্গে দুটি বড় সংযোজন দর্শকের আগ্রহ নতুন করে উসকে দিয়েছে। অন্তরা চরিত্রে ফারিয়া শাহরিনের ফেরা এবং স্পর্শ চরিত্রে অর্চিতা স্পর্শিয়ার যুক্ত হওয়ায় গল্পে এসেছে ভিন্ন গতি ও রসায়ন। ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু থেকেই নানা চরিত্র ও পরিস্থিতি নিয়ে দর্শকের আলোচনায় থাকলেও অন্তরা চরিত্রটি আলাদা জনপ্রিয়তা পেয়েছে। কয়েকটি সিজনে এই চরিত্রের অনুপস্থিতি দর্শকের চোখে পড়েছিল। পঞ্চম সিজনে ফারিয়া শাহরিনের ফেরার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছিলেন, “তোমরা কি আমাকে মিস করেছিলে? অন্তরা কিন্তু চলে এসেছে।” পোস্টের মন্তব্যে দর্শকের উচ্ছ্বাসই বলে দেয়, অন্তরার ফেরা কতটা প্রত্যাশিত ছিল। দেড় দশকের বেশি সময় ধরে নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে কাজ করা ফারিয়া শাহরিন নিজেও স্বীকার করেন, এই ধারাবাহিক তাঁর ক্যারিয়ারে বিশেষ জায়গা করে নিয়েছে। তাঁর ভাষায়, “যত কাজই করি না কেন, ব্যাচেলর পয়েন্ট আমাকে যে পরিচিতি দিয়েছে, তা আলাদা। বাসার বাইরে গেলে অনেকেই আমাকে অন্তরা বলেই ডাকেন। এই ভালোবাসাটা আমি সত্যিই উপভোগ করি।” একই সঙ্গে পঞ্চম সিজনে নতুন চমক হয়ে এসেছেন অর্চিতা স্পর্শিয়া। ‘স্পর্শ’ নামের নতুন চরিত্রে তিনি ব্যাচেলর ফ্ল্যাটের ওপরতলার ভাড়াটিয়া হিসেবে হাজির হয়েছেন। ভাই, ভাবি ও ভাতিজাকে নিয়ে তাঁর আগমনকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন নতুন মজার পরিস্থিতি। নিজের চরিত্র প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, “বাস্তব জীবনেও সবাই আমাকে স্পর্শ বলেই ডাকে। তাই নাটকেও এই নামটা পেয়ে ভালো লেগেছে।” তবে গল্পের ভবিষ্যৎ মোড় নিয়ে তিনি আপাতত রহস্যই রাখতে চান। স্পর্শিয়া জানান, তিনি বরাবরই কাজ বাছাই করে করেন। সাম্প্রতিক সময়ে সিরিয়াস চরিত্রে বেশি কাজ করার পর এমন একটি হালকা মেজাজের ধারাবাহিকে যুক্ত হতে পেরে তিনি উচ্ছ্বসিত। তাঁর কথায়, “ব্যাচেলর পয়েন্ট সব বয়সী দর্শক দেখে। যুক্ত হওয়ার আগেই সেটা বুঝেছিলাম। আমার পর্ব প্রচারের পর দর্শকের সাড়া দেখে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।” নির্মাতা কাজল আরেফিন অমি মনে করেন, দর্শকের চাহিদাই এই দুটি চরিত্রকে একসঙ্গে ফিরিয়ে আনার পেছনে বড় কারণ। তিনি বলেন, “ব্যাচেলর পয়েন্টে নারী চরিত্রগুলো বরাবরই জনপ্রিয়। নতুন গতি আনার জন্য স্পর্শিয়াকে যুক্ত করা হয়েছে, আর অন্তরাকে ফিরিয়ে আনা হয়েছে। কাছাকাছি সময়ে দুটি চরিত্র আসায় গল্পে নতুন প্রাণ এসেছে।” স্পর্শিয়া যে চরিত্রে অভিনয় করছেন, সেটি নিয়ে দর্শকের কৌতূহল ছিল শুরু থেকেই। কিছুদিন আগে তাঁর পেছন দিকের একটি ছবি প্রকাশ পেলেও মুখ আড়ালেই রাখা হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বঙ্গতে প্রকাশিত চ্যাপ্টার ৭-এ স্পষ্ট হয়, নতুন মুখটি আসলে স্পর্শিয়াই। এপিসোড প্রকাশের পর নির্মাতার কাছেও ইতিবাচক প্রতিক্রিয়া পৌঁছেছে বলে জানান তিনি। অন্যদিকে অন্তরা চরিত্রে ফিরে ফারিয়া শাহরিনও নতুন অভিজ্ঞতার কথা বলছেন। তাঁর ভাষায়, “একদিন বিপণিবিতানে একজন ভক্ত সেলফির বদলে অটোগ্রাফ চাইলেন। এ সময়ে এমন ঘটনা সত্যিই বিরল। আমি খুব আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।” ছোট ছোট ভালোবাসার মুহূর্তই তাঁকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে বলেও জানান তিনি। পঞ্চম সিজনে কাবিলা, হাবু ও পাশাদের ফ্ল্যাটে ফিরেছে নেহাল, দেখা যাচ্ছে জাকিরকেও। এর সঙ্গে যুক্ত হয়েছে অন্তরা ও স্পর্শ। সব মিলিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন অধ্যায়ে দর্শকের সামনে হাজির হয়েছে আগের চেনা হাসির সঙ্গে নতুন চমক নিয়ে।

 


এই বিভাগের আরো খবর