সর্বশেষ :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  মোরেলগঞ্জে হরিসভা মন্দিরে  বিশেষ প্রার্থনা   বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত বাগেরহাটে শিশুদের অনলাইন যৌন নির্যাতন প্রতিরোধে বিষয়ক কর্মশালা বাগেরহাটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত পাইকগাছায় সরদার বাড়ির মেয়ে রত্নগর্ভা ডালিমের ত্যাগ, শাসন আর সাফল্যের অনন্য গল্প ফকিরহাটে ধর্ষণ মামলার আসামী যশোর থেকে গ্রেপ্তার বাগেরহাটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ইসির গেজেট বাতিল, বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকাণ্ডের মূল আসামি আয়েশা গ্রেফতার ভারতকে রাজি করিয়ে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতকে রাজি করিয়ে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে দেশটির সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে। (বুধবার, ১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, “শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের সঙ্গে আলোচনা দরকার। ভারতকে রাজি করার চেষ্টা চলছে। তবে ভারত ছেড়ে তিনি অন্য কোনো দেশে যাচ্ছেন কি না, তা নিয়ে কোনো সুনির্দিষ্ট কূটনৈতিক তথ্য নেই।” তিনি আরও বলেন, “বিচার বহির্ভূত হত্যা বন্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।”

পররাষ্ট্র উপদেষ্টা দেশের ভিসা-সংক্রান্ত সমস্যা, র‍্যাবের উন্নতি ও ডিজিএফআই সংক্রান্ত প্রশ্নের উত্তরও দেন। তিনি বলেন, “র‍্যাবের কাজ গত ১৫ বছরের তুলনায় অনেক উন্নত হয়েছে। ডিজিএফআইয়ের মতো সংস্থা সব দেশে আছে, তাই এটি সহজে বন্ধ করা যাবে না। মানবাধিকার রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।”

তৌহিদ হোসেন জানান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শিগগিরই ঢাকায় ছোট সফরে আসবেন। এছাড়া ভিসা প্রসঙ্গে তিনি বলেন, “ফেক ডকুমেন্ট তৈরি বন্ধ না হলে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা সমস্যার সমাধান হবে না। নতুন মিশন খোলা সময়সাপেক্ষ ও আর্থিকভাবে চ্যালেঞ্জিং।”

তৌহিদ হোসেন আগেও রংপুরে জানিয়েছিলেন, ভারতের সরকার এখনো শেখ হাসিনাকে পাঠানোর বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এ সময় তাকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড ও প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর