স্ট্রিমিং জগতের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তিগুলোর মধ্যে অন্যতম একটি চুক্তি সম্পন্ন হলো। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে নেটফ্লিঙ্রে প্রতিযোগী ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগকে ৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করতে সম্মত হয়েছে। এই চুক্তির ফলে গেম অব থ্রোনস, হ্যারি পটার, ডিসি কমিকস এবং এইচবিও ম্যাঙ্রে মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান কনটেন্ট ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চলে যাবে নেটফ্লিঙ্রে হাতে। এই অধিগ্রহণ হলিউডে ক্ষমতার ভারসাম্যকে নাটকীয়ভাবে বদলে দেবে। এতদিন নিজস্ব কনটেন্টের মাধ্যমে আধিপত্য ধরে রাখা নেটফ্লিঙ্ এবার ওয়ার্নার ব্রাদার্সের এক শতাব্দীর পুরনো ক্লাসিক লাইব্রেরির সঙ্গে তাদের বিশ্বখ্যাত সিরিজ যেমন- স্কুইড গেম এবং স্ট্রেঞ্জার থিংস-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজগুলোকে একত্রিত করবে। নেটফ্লিঙ্রে কো-সিইও টেড সারান্ডোস এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময়ই বিশ্বকে বিনোদন দেওয়া। ওয়ার্নার ব্রাদার্সের অবিশ্বাস্য লাইব্রেরি-যা ‘ক্যাসাব্ল্যাঙ্কা’ থেকে শুরু করে ‘হ্যারি পটার’ এবং ‘ফ্রেন্ডস’ পর্যন্ত বিস্তৃত-তার সঙ্গে আমাদের সংস্কৃতি-নির্ধারণকারী টাইটেলগুলোকে একত্রিত করে আমরা দর্শকদের আরও ভালোভাবে বিনোদন দিতে পারব।’ তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই বিশাল চুক্তির কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অ্যান্টিট্রাস্ট স্ক্রুটিনি বা বাজার নিয়ন্ত্রণের কঠোর পর্যালোচনার মুখোমুখি হতে পারে নেটফ্লিঙ্। তাদের উদ্বেগ, দুই বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্মের সম্মিলন বাজারে প্রতিযোগিতা কমিয়ে দেবে। তা সত্ত্বেও, নেটফ্লিঙ্ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিওর সিনেমাগুলো সিনেমা হলগুলোতেও মুক্তি দেওয়া অব্যাহত রাখবে। এদিকে, এই চুক্তির ফলে আগামী তিন বছরের মধ্যে নেটফ্লিঙ্ ২ থেকে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত বার্ষিক খরচ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে।