সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রথম দিনেই ২৭ কোটি, রণবীর সিংয়ের সেরা ওপেনিং ধুরন্ধর

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:রণবীর সিংয়ের অভিনয়জীবনে এমন সূচনা আগে দেখা যায়নি। গত শনিবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ধুরন্ধর, আর প্রথম দিনেই ভারতজুড়ে এটিকে ঘিরে যেন ঝড় বয়ে গেছে। সিনেমাটি প্রথম দিনের আয়ে ছুঁয়েছে ২৭ কোটি রুপি, যা রণবীরের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং। মুক্তির আগেই ধুরন্ধর নিয়ে দর্শক ও বঙ্ অফিস বিশেষজ্ঞদের মধ্যে উচ্চ প্রত্যাশা ছিল। অনুমান করা হয়েছিল, উদ্বোধনী আয় ১৫ থেকে ১৮ কোটি রুপির মধ্যে থাকতে পারে। সেই প্রত্যাশা পেরিয়ে সিনেমাটি রণবীরের আগের রেকর্ড ও সাম্প্রতিক জনপ্রিয় সিনেমাকেও ছাড়িয়ে গেল। কিছুদিন আগে আলোচিত সাইয়ারা প্রথম দিনে আয় করেছিল ২১.৫০ কোটি রুপি, যা সহজেই পেরিয়ে গেছে ধুরন্ধর। রণবীরের পূর্বের সফল ছবিগুলোকেও পেছনে ফেলেছে তার নতুন সিনেমা। পদ্মাবত প্রথম দিনে আয় করেছিল ২৪ কোটি রুপি এবং সিম্বা আয় করেছিল ২০.৭২ কোটি রুপি। এবার সেই দুই ছবিকেও পেছনে ফেলে নতুন মানদণ্ড স্থাপন করল ধুরন্ধর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মুক্তির দিনে সারা ভারতজুড়ে সিনেমাটির অকুপেন্সি ছিল ৩৩.৮১ শতাংশ। ৪ হাজারেরও বেশি শো বুক হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক উপস্থিতি আরও বেড়ে যায়। সন্ধ্যার শোতে অকুপেন্সি ৫৫ শতাংশ ছাড়িয়ে গেছে, যা প্রথম দিনের আয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহ প্রযোজিত ধুরন্ধর-এ রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপাল। রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুনকে ঘিরে দর্শকদের কৌতূহলও ইতোমধ্যে তৈরি হয়েছে। জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওসের ব্যানারে নির্মিত এই সিনেমা বছরের শেষ প্রান্তে এসে বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রথম দিনের জোরালো সূচনা দেখে বিশেষজ্ঞদের ধারণা, সপ্তাহান্তে ধুরন্ধর আরও বড় অঙ্কের আয় ছুঁতে পারে। রণবীরের জন্য এটি নিঃসন্দেহে নতুন মাইলফলক।


এই বিভাগের আরো খবর