সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌ খানের অভিনয় ছাড়ার ঘোষণা, একদিনেই পোস্ট ডিলিট

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:চলচ্চিত্রে টিকে থাকার লড়াইয়ের মধ্যেই আচমকাই অভিনয়জগৎ ছাড়ার ঘোষণা দেন নায়িকা মৌ খান। গত শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে তিনি জানান, ধর্মীয় অনুশাসন মেনে চলার পথেই সামনে এগোতে চান। তবে ঘোষণার পর ২৪ ঘণ্টাও পেরোয়নি, গতকাল শনিবার সকাল নাগাদ তার টাইমলাইন থেকে পোস্টটি উধাও হয়ে যায়। কেন এমন সিদ্ধান্ত বদল, সে বিষয়ে এখনো কিছু জানাননি অভিনেত্রী। ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে মৌ খানের। পরের কয়েক বছরে ‘বান্ধব’ এবং ‘অমানুষ হলো মানুষ’ সিনেমায় অভিনয় করলেও বড় ধরনের আলোচনায় আসতে পারেননি। তবু নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। ঠিক এমন সময় অভিনয় ছাড়ার ঘোষণাটি আসে, যা অনেককে বিস্মিত করে। শুক্রবারের পোস্টে মৌ লিখেছিলেন, জীবনের বাকি সময় আল্লাহর আদেশ, নামাজ, কোরআন ও দ্বীনের আলোকে চলতে চান তিনি। রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেই পথচলার ইচ্ছা প্রকাশ করেন। অসমাপ্ত কাজগুলোর প্রসঙ্গ টেনে নির্মাতাদের অনুরোধ করেন নিজ উদ্যোগে প্রকল্পগুলো শেষ করার জন্য। তার অংশটুকু তিনি সম্পন্ন করে দেবেন বলেও আশ্বস্ত করেছিলেন তিনি। ভবিষ্যতে আর কোনোভাবেই অভিনয়ের সঙ্গে যুক্ত হতে চান না বলেও উল্লেখ করেন। ব্যক্তিগত জীবনের পরিকল্পনা হিসেবে মৌ জানান, সামনে হালাল উপায়ে জীবিকা অর্জনে ব্যবসার দিকে ঝুঁকতে চান তিনি। লেখেন, ব্যবসার মাধ্যমে নিজের রিজিকের ব্যবস্থা করবেন। ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করে তিনি লিখেছিলেন, “আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন। ”তবে শনিবার সকালে দেখা যায়, পোস্টটি আর নেই। রহস্য থেকেই গেছে কেন তিনি ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মাথায় সেটি মুছে ফেললেন। বিষয়টি নিয়ে তিনি কোনো অবস্থান জানাননি। তার ঘনিষ্ঠদের কেউও এ বিষয়ে মুখ খোলেননি। চলচ্চিত্রে মাত্র কয়েক বছর কাজ করলেও শিল্পীর এই হঠাৎ সিদ্ধান্ত এবং দ্রুত পোস্ট ডিলিট করা নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই অপেক্ষায় আছেন, মৌ খানের পরবর্তী বক্তব্যের জন্য।


এই বিভাগের আরো খবর