সর্বশেষ :
প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট জেলা শাখার শোক ও শ্রদ্ধাঞ্জ‌লি সশরীরেই আসতে হবে সেনাদের—ভার্চ্যুয়ালি হাজিরার আবেদন খারিজ আগামীর দেশ কেমন দেখতে চাই—ইঙ্গিত দিবে নির্বাচন: ইসি সানাউল্লাহ ৪.১ মাত্রার ভূমিকম্পে আবারও কাঁপল ঢাকা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলছে রামপুরায় ২৮ হত্যা: ট্রাইব্যুনালে ২ সেনা কর্মকর্তা শুক্রবার সারা দেশে খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে বাগেরহাট শহরের এলজিইডি মোড় এলাকায় আব্দুল কাইয়ুমের মালিকানাধীন ফার্নিচারের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের সব মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী মো. রানা জানান, “দোকানের ঠিক বিপরীতেই আমাদের বাড়ি। ভোরে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি দোকান জ্বলছে। আমরা চেষ্টা করেও কিছু বাঁচাতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল কাইয়ুম বলেন, “আমার দোকানে নয়টি মেশিন ছিল—চারকুলার, ড্রি, কুল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম। সঙ্গে ছিল দুটি খাট ও পাঁচটি দরজা, যা এই সপ্তাহেই সরবরাহ করার কথা ছিল। সব প্রস্তুত ছিল, কিন্তু আগুন সবকিছু শেষ করে দিল। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের পাঁচ সদস্যের পরিবার এই দোকানের উপরই নির্ভর করত। এখন আমি সম্পূর্ণ পথে বসেছি।”
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।


এই বিভাগের আরো খবর