বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মুক্তি পাচ্ছে ফারিণ-ইমরানের ‘মন গলবে না’

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দা, বড়পর্দা আর কণ্ঠশিল্পী হিসেবে সাফল্যের পর এবার তিনি প্রযোজক। আজ বৃহস্পতিবার তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর প্রথম গান ‘মন গলবে না’ মুক্তি পাচ্ছে। ২০২৪ সালের ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি গেয়ে ফারিণের সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয়। সেই গানটিও ছিল নেটদুনিয়ায় ভাইরাল। এবার সেই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে আসছেন তিনি। কিংবদন্তি গীতিকার কবির বকুল-এর লেখা ‘মন গলবে না’ গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। গতবারের মতো এই গানটিরও সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটির ভিডিওতে মডেলও হয়েছেন ফারিণ ও ইমরান। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। গত শুক্রবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠানটি গানের একটি টিজার প্রকাশ করেছে। ফারিণ নিজেও গানটির প্রচারণায় অংশ নিচ্ছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।’


এই বিভাগের আরো খবর