বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ের পিঁড়িতে বসলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বিয়ে করেছেন ছোটপর্দার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বর-কনে সাজে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সুখবরটি জানান নির্মাতা নিজেই। আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। বিয়ের তারিখ না জানালেও ছবির ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’ আরিয়ান জানান, ৭ বছর আগে তামান্নার সঙ্গে তার পরিচয়। এরপর পরিবারের মতে বিয়ে করেছেন তিনি। ঈদুল ফিতরের পর স্বজন-বান্ধব-সহকর্মীদের নিয়ে অনুষ্ঠান করবেন তারা। মিজানুর রহমান আরিয়ান নাট্য পরিচালনায় কর্মজীবন শুরু করেন ‘তুমি আমি সে’ নাটকের মধ্য দিয়ে। এরপর থেকে তিনি প্রায় শতাধিক নাটক নির্মাণ করেন। তার বানানো নাটকগুলোর মধ্যে অন্যতম আলোচিত নাটকের নাম ‘বড় ছেলে’। এরপর ‘বুকের বা পাশে’, ‘একটি মিষ্টি প্রেমের গল্প’, ‘গল্পগুলো আমাদের’, ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার এন্ড মিসেস’, ‘বুঝ বালিকা ওবুঝ বালক’, ‘চারুর বিয়ে’ অন্যতম। এছাড়া তার প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও পরে তার ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’ বেশ সাড়া ফেলেছিল।


এই বিভাগের আরো খবর