মির্জাগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
প্রতিনিধি:
/ ১৫
দেখেছেন:
পাবলিশ:
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
শেয়ার করুন
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং বাজারে কয়েক শতাধিক লোকের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদশাহ হাওলাদারের ওপর হামালাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর প্রোগ্রাম থেকে ফেরার পথে সুলতানা বাদ হিরণের চায়ের দোকানে মোঃ বাদশা হাওলাদারের সাথে আমরা চা পান করতে দোকানে বসি। এরই মধ্যে বড় একটি ছ্যানা দিয়ে বাদশা হাওলাদারের ঘাড়ের উপর কোপ দেয় মিরাজ হোসেন এবং তার সঙ্গে থাকা সুমন ও সোহেল হকস্টিক বা লাঠি জাতীয় কিছু দিয়ে বেধড়ক পেটায় । বাদশা হাওলাদারকে রক্তাক্ত ও আশংকাজনক অবস্থায় মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। থানায় জানানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন,মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআফজাল হোসেন গাজী,মজিদবড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্বাস হাওলাদার,মজিদবাড়ীয়া ইউনিয়ন যুবদলের মোঃ মেহেদী হাসান মিলন, বাদশা হাওলাদারের ড্রাইভার ও যুবদলের মোঃ খোকন হাওলাদার প্রমুখ।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়েছি। মামলা হয়নি,হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।