মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রি ছাড়ালো পৌনে ২ কোটি রুপি

প্রতিনিধি: / ২৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নির্মাতা আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মে’ ছবির জন্য অনেক দিনের অপেক্ষা। এ সিনেমা দিয়ে প্রথমবার জুটি হয়েছেন দক্ষিণী অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। টিজার, ট্রেলার থেকে শুরু করে গান- সব নিয়েই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে দর্শকের। অগ্রিম বুকিংয়ের হিসাব বলছে, ছবিটি ভালো ওপেনিং পেতে পারে। মুক্তির চারদিন আগে থেকে অগ্রিম টিকিট বুকিং চলছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, হিন্দি ও তামিল ভাষা মিলিয়ে প্রথম দিনের জন্য বিক্রি হয়েছে ২২ হাজার ২০৩টি টিকিট। প্রথম দিনের প্রি-সেলে আয় দাঁড়িয়েছে ৫৮ লাখ ৫৮ হাজার রুপি। ব্লক সিটসহ মোট অগ্রিম বিক্রি দাঁড়িয়েছে এক কোটি ৮৭ লাখ রুপি। অগ্রিম টিকিট বিক্রিতে শীর্ষে আছে মহারাষ্ট্র। ৮২৬ শোর বিপরীতে রাজ্যটিতে অগ্রিম আয় হয়েছে ১৪ লাখ রুপি। দ্বিতীয় স্থানে আছে দিল্লি, যেখানে ৬৮৬ শোর জন্য অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ১০ লাখ ৮৭ হাজার রুপি। ট্রেড বিশ্লেষক সুমিত কাদেল রিপাবলিককে বলেন, সিনেমাটির হিন্দি ভার্সন প্রথম দিনে ১২ থেকে ১৫ কোটি রুপি আয় করতে পারে। তামিল ভার্সনের আয় যুক্ত হলে তা ১৭ থেকে ২০ কোটি রুপিতে পৌঁছুতে পারে। আর দর্শকের ভালো সাড়া মিললে প্রথম সপ্তাহে ছবিটির আয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। বেনারসের পটভূমিতে নির্মিত ‘তেরে ইশক মে’ একটি রোমান্টিক সিনেমা। এটি প্রযোজনা করেছে টি-সিরিজ ও কালার ইয়েলো। গল্প লিখেছেন হিমাংশু শর্মা ও নীরজ যাদব।


এই বিভাগের আরো খবর