মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদক মামলায় জড়ালেন ওরহান অবত্রমানি ওরি

প্রতিনিধি: / ৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বিনোদন:সিনেমায় অভিনয় না করলেও বলিউডে নিজের শক্ত জায়গা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরহান অবত্রমানি (ওরি)। অম্বানিদের বাড়ির অনুষ্ঠান থেকে শুরু করে শাহরুখ-সালমান খানের পারিবারিক আয়োজনেও থাকে তার আমন্ত্রণপত্র। সেই ওরির নাম জড়াল ২৫২ কোটি রুপির মাদক মামলায়। মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২৫২ কোটি রুপির মাদক মামলায় ওরিকে তলব করেছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিকস দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। ওরির বিরুদ্ধে অভিযোগ, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের আয়োজন করা মাদক পার্টিতে তিনি উপস্থিত ছিলেন। শুধু উপস্থিতিই নয়, মাদক সেবনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৪ সালের মার্চে মহারাষ্ট্রের সাংলি এলাকা থেকে ১২৫.১৪ কেজি মাদক উদ্ধার করে পুলিশ, যার বাজারমূল্য কমপক্ষে ২৫২ কোটি রুপি। এই ঘটনায় গত মাসে দুবাই থেকে মোহাম্মদ সেলিম শেখ ও মোহাম্মদ সোহেল শেখ নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশকে তারা জানান, মুম্বাইয়ে একাধিক মাদক পার্টির আয়োজন করতেন তারা; যেখানে যাতায়াত ছিল ওরিসহ ভারতের বহু তারকার। মুম্বাই পুলিশের তলবের জবাবে ওরি জানিয়েছেন, তিনি বর্তমানে ভারতের বাইরে রয়েছেন। ফলে ২৫ নভেম্বরের আগে হাজিরা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। প্রসঙ্গত, ২৫২ কোটি রুপির এ মাদক মামলায় শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি, প্রাক্তন বিধায়কের ছেলে জিষান সিদ্দিকী ও শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরসহ বলিউডের অনেক তারকার নাম এসেছে। তবে এ বিষয়ে শ্রদ্ধা কাপুর কথা না বললেও অভিযোগ অস্বীকার করেছেন নোরা ফাতেহি।


এই বিভাগের আরো খবর