সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিবের ‘সোলজার’-এর বিরুদ্ধে নকলের অভিযোগ

প্রতিনিধি: / ৩৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিনোদন:ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ মুক্তির আগেই বড়সড় বিতর্কের মুখে পড়েছে। ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’ দাবি করেছে, বলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর অনুকরণে তৈরি হচ্ছে শাকিব খানের এই চলচ্চিত্র। আনন্দবাজার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, দীর্ঘ সিনেমাজীবনে শাকিব খান বাংলাদেশের অনুরাগীদের কাছে ‘কিং খান’ নামেই পরিচিত। অন্যদিকে, ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও তার ভক্তরা প্রায় ৩০ বছর ধরে একই নামে ডেকে আসছেন। পত্রিকাটি বলছে, নামের এই মিলের পর এবার শাকিব খান শাহরুখের সিনেমাকেই ‘অনুপ্রেরণা’ হিসেবে নিচ্ছেন। আনন্দবাজারের দাবি অনুযায়ী, শাকিবের ‘সোলজার’ ছবির চিত্রনাট্য একেবারে শাহরুখের ২০১২ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে সাজানো হয়েছে। শুধু নায়কের চরিত্রেই নয়, মিল পাওয়া যাচ্ছে সিনেমার নায়িকা বিন্যাসেও। যশ চোপড়া পরিচালিত ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে ছিলেন দুই নায়িকা-ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ঠিক একইভাবে শাকিব খানের ‘সোলজার’ সিনেমাতেও রয়েছেন দুই অভিনেত্রী-তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে আরও দাবি করা হয়েছে, ‘সোলজার’ সিনেমায় তানজিন তিশার চরিত্রটি নাকি হুবহু ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে আনুশকা শর্মা অভিনীত ‘আকিরা’ চরিত্রের আদলে তৈরি করা হয়েছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘সোলজার’ সিনেমাটি অ্যাকশন-ড্রামা ঘরানার। জানা গেছে, এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দেখা যাবে, যিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করবেন। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। ভারতীয় গণমাধ্যমের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ‘সোলজার’ টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।


এই বিভাগের আরো খবর