বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘এআই’কে অন্ধভাবে বিশ্বাস করবেন না : সুন্দর পিচাই

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিদেশ : গুগল অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই বিবিসিকে বলেছেন, মানুষের উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল যা বলে তার সবকিছুই ‘অন্ধভাবে বিশ্বাস’ না করা। তিনি বলেন, এআই মডেলগুলো ‘ত্রুটিপ্রবণ’ (ভুল করার ঝুঁকিতে থাকে)। তাই তিনি ব্যবহারকারীদের অন্যান্য টুলের পাশাপাশি এগুলো ব্যবহার করার আহ্বান জানান। পিচাই বলেন, ‘এই কারণেই লোকেরা গুগল সার্চও ব্যবহার করে। আমাদের এমন অন্যান্য পণ্যও আছে যা সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে আরও নির্ভরযোগ্য।’ তিনি বলেন, সৃজনশীল কিছু লেখার জন্য এআই টুলগুলো সহায়ক, তবে মানুষকে তাদের নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে এ টুলগুলো ব্যবহার করতে শিখতে হবে, এআই যা বলে তা অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। পিচাই বিবিসিকে জানান, ‘যথাসম্ভব সঠিক তথ্য দেওয়ার জন্য আমরা যে কঠোর পরিশ্রম করি, সে বিষয়ে আমরা গর্বিত। তবে বর্তমানের উন্নত এআই প্রযুক্তিগুলোতেও কিছু ভুল (ত্রুটি) হওয়ার ঝুঁকি থেকেই যায়।’ প্রযুক্তি জগৎ গুগলের কনজিউমার এআই মডেল জেমিনি ৩.০-এর সর্বশেষ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, যা চ্যাটজিপিটি থেকে বাজারের অংশীদারিত্ব ফিরিয়ে নিতে শুরু করেছে। পিচাইয়ের মন্তব্য এই বছরের শুরুতে বিবিসির গবেষণাকে সমর্থন করে, যেখানে দেখা গিয়েছিল, এআই চ্যাটবটগুলো ভুলভাবে সংবাদের সংক্ষিপ্তসার করেছে। ওপেনএআই-এর চ্যাটজিপিটি, মাইক্রোসফ্টের কোপাইলট, গুগলের জেমিনি এবং পারপ্লেঙ্িিট এআই-কে বিবিসি ওয়েবসাইট থেকে বিষয়বস্তু দেওয়া হয়েছিল, গবেষণায় দেখা যায়, এআই উত্তরগুলোতে ‘উল্লেখযোগ্য ভুল’ রয়েছে। পিচাই আরও বলেন, একদিকে যেমন প্রযুক্তি খুব দ্রুত উন্নত হচ্ছে, অন্যদিকে এর সম্ভাব্য ক্ষতিকারক প্রভাব মোকাবিলার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব (উত্তেজনা) রয়েছে। অ্যালফাবেটের জন্য এই পরিস্থিতি সামলানোর অর্থ হলো, ‘একই সঙ্গে সাহসী ও দায়িত্বশীল’ হওয়া। তিনি আরও জানান, এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি এআই-তে তাদের বিনিয়োগের পাশাপাশি এআই সুরক্ষার ক্ষেত্রেও সমানভাবে বিনিয়োগ বাড়িয়েছে।


এই বিভাগের আরো খবর