বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদুরোর সমালোচনার দায়ে ভেনিজুয়েলায় চিকিৎসকের কারাদণ্ড

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিদেশ : হোয়াটসঅ্যাপ অডিও বার্তায় নিকোলাস মাদুরোর সরকারের সমালোচনা করার জন্য ভেনিজুয়েলার একটি আদালত একজন নারী চিকিৎসককে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন। অধিকার গোষ্ঠীগুলো সোমবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। সম্প্রদায়ের নেতারা তার বিরুদ্ধে প্ররোচনামূলক বার্তা প্রদানের তথ্য জানালে, ৬৫ বছর বয়সী মার্গি ওরোজকোকে রাষ্ট্রদ্রোহ, উসকানি ও ষড়যন্ত্রের দায়ে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। তবে বার্তার বিষয়বস্তু বা এর উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ২০২৪ সালের আগস্টে পশ্চিমাঞ্চলীয় শহর সান জুয়ান ডি কোলনে ওরোজকোকে গ্রেফতার করা হয়। মাদুরোর পুনর্র্নিবাচনের পর ভেনিজুয়েলা সংকটে জর্জরিত হয়ে পরে। বিরোধী দল ও বেশ ক’টি দেশ ওই নির্বাচনকে অন্যায্য বলে দাবি করে। তার বিজয় দাবি করার প্রতিবাদে বিক্ষোভ শুরু হলে দুই হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের বেশির ভাগই কয়েক মাসের মধ্যেই মুক্তি পায়। ভেনিজুয়েলার জেইপি রাইটস এনজিও জানায়, আটক থাকাকালীন ওরোজকো দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ফোরো পেনাল এনজিও জানায়, ভেনিজুয়েলার কারাগারে প্রায় ৮৮২ জন ‘রাজনৈতিক বন্দি’ রয়েছে।


এই বিভাগের আরো খবর