শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রেয়ার কনসার্টে জ্ঞান হারালেন দুই শ্রোতা

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

এক অনাকাঙ্খিত ঘটনা ঘটল ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্টে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উড়িষ্যার কটকে বালি যাত্রা গ্রাউন্ডে আয়োজিত হয় সেই কনসার্ট। মূলত, সেখানে অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে ধাক্কাধাক্কিতে দুজন শ্রোতা জ্ঞান হারান। পছন্দের গায়িকার অনুষ্ঠান শুনতে এদিন বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা ভিড় করেছিলেন। কনসার্ট চলাকালীন ভিড়ের মাঝ থেকে হঠাৎ গোলমাল শুরু হয় এবং অতিরিক্ত চাপের কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বিশৃঙ্খলার একপর্যায়ে দুজন শ্রোতা ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনা ছাড়া হতাহতের কোনো খবর নেই। বিশৃঙ্খলাটি ঘটেছিল ঠিক মঞ্চের সামনে। দর্শক-শ্রোতারা ব্যারিকেড ভেঙে মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড় সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয; একপর্যায়ে লাঠিচার্জও করা হয়। পুলিশের দাবি, ভিড় বেশি থাকলেও পরিস্থিতি সময়মতো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভারতে কোনো তারকার অনুষ্ঠানে ভিড়ের কারণে এমন বিশৃঙ্খলার ঘটনা নতুন নয়। অতীতে আল্লু অর্জুন বা সাম্প্রতিককালে থালাপতি বিজয়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল প্রায় এমন ঘটনা। তবে এসব ঘটনায় হতাহতের পরিমাণও ছিল ব্যাপক।


এই বিভাগের আরো খবর