সর্বশেষ :
পিরোজপুরে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত  বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত।। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগই শিক্ষার লক্ষ্য: শিক্ষা উপদেষ্টা ভোটকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক নির্বাচনি টকশোতে ব্যক্তিগত আক্রমণ নয়, কড়া বার্তা ইসির নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কূটনৈতিক উত্তেজনার মধ্যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব মোরেলগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের সমালোচনার মুখে পরীমণি

প্রতিনিধি: / ২৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বিনোদন:ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। ব্যক্তিগত জীবন এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়ই তিনি আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক গায়কের সঙ্গে তার গান গাওয়ার একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। তা প্রকাশ পেতেই নেটিজেনদের নজরে আসে, যা ঘিরে তৈরি হয় আলোচনা-সমালোচনা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পরীমণি নিজেই সেলফি মোডে ভিডিওটি ধারণ করছিলেন। একটি রাতের অনুষ্ঠানে লাইভ মিউজিক উপভোগ করছিলেন তিনি; সেখানে একটি সংগীত পরিবেশন করা হচ্ছিল। ভিডিওর এক পর্যায়ে একজন গায়ক মাইক্রোফোন হাতে পরীমণির কাছে চলে আসেন এবং গান গাইতে শুরু করেন। পরীমণিও তখন হাসিমুখে সেই গায়কের সঙ্গে কণ্ঠ মেলান। দুজনকে একসঙ্গে জনপ্রিয় বাংলা গান ‘এই মন তোমাকে দিলাম’-এর কয়েকটি লাইন গাইতে শোনা যায়। এ সময় সেই গায়ক পরীমণির কাছাকাছি চলে আসেন। পরীমণি এ সময় হাত বাড়িয়ে দিলে হাত ধরেন গায়ক। গান গাইতে দুজনই সেই মুহূর্তটি উপভোগ করেন; গায়ক ও ক্যামেরার দিকে আঙুল তুলে পরী গাইতে থাকেন- ‘এই মন তোমাকে দিলাম’, ভিডিওটি প্রকাশের পর ক্যাপশনে লেখেন গানের পরের কলিটুকু- ‘এই প্রেম তোমাকে দিলাম।’ ভিডিওটি প্রকাশের পর এর মন্তব্য ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পরীমণির এই স্বতঃস্ফূর্ত মুহূর্তের প্রশংসা করলেও একটি বড় অংশ তার এই ভঙ্গিমাকে সহজভাবে নেয়নি। বিশেষ করে, গায়কের সঙ্গে তার এই ঘনিষ্ঠতাকে অনেকেই ‘অতিরিক্ত’ বা ‘অশোভন’ বলে মন্তব্য করেছেন। একজন মন্তব্যকারী লিখেছেন, ‘গান করো ভালো কথা, গায়ে উঠে-পড়ে করে কেন?’ আরেকজন তার ব্যক্তিগত জীবনকে ইঙ্গিত করে লিখেছেন, ‘পরীর প্রেম আর শেষ হয় না।’ একাধিক নেটিজেন তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন। নানা কর্মকাণ্ডের জেরে আলোচনায় আসা পরীমণির জন্য নতুন কিছু নয়। ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার একাধিক বিয়ে, বিচ্ছেদ এবং বর্তমানে ‘সিংগেল মাদার’ হিসেবে জীবনযাপন; সবকিছুই ভক্ত ও সমালোচকদের আগ্রহের কেন্দ্রে থাকে। সম্প্রতি নিজের জন্মদিন জাঁকজমকভাবে একাধিক দিন ধরে উদযাপন করেও তিনি আলোচনায় ছিলেন।


এই বিভাগের আরো খবর