বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এক সিনেমার জন্য ৩০টি ট্রেলার!

প্রতিনিধি: / ৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

বিনোদন:মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ইতিহাসে সবচেয়ে বড় সিনেমাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এবার নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ছবির প্রথম ট্রেলারের জন্য মার্ভেল স্টুডিওস তৈরি করেছে প্রায় ৩০টি ভিন্ন সংস্করণ! রুশো ব্রাদার্স পরিচালিত এই বহুল প্রতীক্ষিত সিনেমাটিতে দেখা যাবে এক বিশাল তারকা সমাবেশ। অ্যাভেঞ্জার্সদের পাশাপাশি থাকবে ফ্যান্টাস্টিক ফোর ও এঙ্-মেন দলের সদস্যরা। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছেন রবার্ট ডাউনি জুনিয়র, যিনি এইবার অভিনয় করছেন ডক্টর ডুম চরিত্রে। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রথম ট্রেলার মুক্তি পেতে পারে চলতি বছরের ১৯ ডিসেম্বরে, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার সঙ্গে। এ সময় বেছে নেওয়ার কারণও স্পষ্ট- বিশ্বজুড়ে অ্যাভাটারের বিপুল জনপ্রিয়তা কাজে লাগিয়ে আরও বেশি দর্শকের সামনে পৌঁছাতে চায় মার্ভেল। এন্টারটেইনমেন্ট বিশ্লেষক জন ক্যাম্পিয়ার তথ্য অনুযায়ী, মার্ভেল এই ট্রেলারের গুরুত্বকে সর্বাধিক হিসেবে বিবেচনা করছে। তার সূত্রে জানা যায়, প্রথমে শোনা গিয়েছিল ২০টির মতো সংস্করণ তৈরি হয়েছে, কিন্তু পরে মার্ভেল ও ডিজনির একটি সূত্র জানিয়েছে, ৩০ বা তারও বেশি সংস্করণ তৈরি করা হয়েছে। অর্থাৎ, তারা নিখুঁত ভার্সনটি খুঁজে পেতেই এত পরিশ্রম করছে। মার্ভেল হয়তো ২০১৭ সালের নভেম্বরের ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ট্রেলারের সাফল্য পুনরাবৃত্তি করতে চায়, যা প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায়ই ২৩ কোটি ভিউ হয়েছিল। প্রথম ট্রেলারের গুরুত্ব অপরিসীম- এটাই নির্ধারণ করে দর্শকের আগ্রহ ও সিনেমার প্রাথমিক সাড়া। তাই মার্ভেল এবার কোনো ঝুঁকি নিতে চায় না। ৩০টিরও বেশি সংস্করণের মধ্য থেকে বেছে নেওয়া হবে সেই একটিমাত্র সংস্করণ, যা বিশ্বব্যাপী ভক্তদের মধ্যে নতুন করে আগুন জ্বালাবে। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ২৭ জন সুপারহিরো তারকা থাকবেন, যার মধ্যে রয়েছেন- ফ্লোরেন্স পিউ, সিমু লিউ, প্যাট্রিক স্টুয়ার্ট, পেদ্রো পাস্কাল, ভ্যানেসা কার্বি এবং রবার্ট ডাউনি জুনিয়র। ছবিটি ২০২৬ সালের ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে।


এই বিভাগের আরো খবর