নিভে যাওয়া প্রদীপও আলো রাখে মনে,
যেমন নীরব মানুষ লুকিয়ে রাখে হাজার বচন।
রাতের বুক ফুঁড়ে জন্ম নেয় প্রভাত,
অন্ধকারেরই কোলে জাগে আলোর সন্তান।
আমি হেঁটেছি ছায়ার পথে,
ভেবেছিলাম হারিয়েছি সব —
কিন্তু সেখানে পেয়েছি নিজেকেই,
যে আলোকে খুঁজছিল, সেই আলোই আমি।
অন্ধকার শত্রু নয়, সে শিক্ষক,
সে শেখায় — আলোকে দেখতে হলে,
প্রথমে চোখ বন্ধ করতে হয়।