সর্বশেষ :
শিক্ষার মান উন্নয়ন ছাড়া জাতি গঠন সম্ভব নয় : বাগেরহাটে মতবিনিময় সভায় ড. ওবায়দুল ইসলাম সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বংশালে পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, অবৈধ নির্মাণে সতর্কবার্তা বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র থমকে যায় সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত ইসি ২৪ ঘণ্টার মধ্যে দেশে দ্বিতীয় ভূমিকম্প মোরেলগঞ্জে “ শিক্ষার মনোন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে বিএনপির জনসভায় কাজী শিপন:  স্বাধীনতা বিরোধী অপশক্তির  ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে দুবাই এয়ার শোতে ভারতের তৈরি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত কম্বোডিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লো বাস, নিহত ১৬
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজীপুরে ভোররাতে আরও ২টি বাসে আগুন

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

গাজীপুরে আজ বুধবার ভোরে আরও দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসটি জয়দেবপুর মাঝির খোলা থেকে ঢাকা নিউমার্কেট রুটে চলাচল করতো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন বলেন, “ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়। ঘটনাস্থল ফায়ার স্টেশনের একেবারে পাশে ছিল, তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কারণ বাসে তখন কেউ ছিল না।”

অন্য দিকে শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এদিন বুধবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা বাসটির পাশে মোটরসাইকেলে আসা দুই যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আসন ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে বাসটির ইঞ্জিন ও আসনগুলো পুড়ে গেছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুই যুবক।


এই বিভাগের আরো খবর