গাজীপুরে আজ বুধবার ভোরে আরও দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসটি জয়দেবপুর মাঝির খোলা থেকে ঢাকা নিউমার্কেট রুটে চলাচল করতো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন বলেন, “ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়। ঘটনাস্থল ফায়ার স্টেশনের একেবারে পাশে ছিল, তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কারণ বাসে তখন কেউ ছিল না।”
অন্য দিকে শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এদিন বুধবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা বাসটির পাশে মোটরসাইকেলে আসা দুই যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আসন ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে বাসটির ইঞ্জিন ও আসনগুলো পুড়ে গেছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুই যুবক।