বিনোদন: দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য আসছে এক ঐতিহাসিক মুহূর্ত। আগামী ১৪ নভেম্বর শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’। এই প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের রক আইকন জেমস (নগর বাউল) ও পাকিস্তানের কিংবদন্তি শিল্পী আলি আজমত (জুনুন)।
কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেন কমিউনিকেশন, আর প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া। আয়োজকরা বলছেন, এই আয়োজন কেবল একটি সংগীত অনুষ্ঠান নয়, বরং দুই দেশের রক ঐতিহ্যকে একসূত্রে বেঁধে রাখবে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার রক সংগীত নতুন এক অধ্যায় ছুঁয়ে যাবে বলে আশা করছেন সংগীতপ্রেমীরা।
অ্যাসেন কমিউনিকেশন-এর সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা জানান, ভক্তদের মধ্যে এই কনসার্ট ঘিরে উচ্ছ্বাস সত্যিই অভূতপূর্ব। তিনি বলেন, “যেভাবে দর্শক প্রতিক্রিয়া জানাচ্ছেন, তা অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে অনেক বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।”
তিনি আরও জানান, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড ও লাইটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সবাই পান এক অনন্য অভিজ্ঞতা। পুরো আয়োজন সাজানো হচ্ছে আন্তর্জাতিক মানের মঞ্চ ও প্রযুক্তি ব্যবস্থাপনায়।
‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’-এর টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে যঃঃঢ়://িি.িমবঃংবঃৎড়পশ.পড়স এ। আয়োজকদের প্রত্যাশা, এই কনসার্ট দুই দেশের সংগীতপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং রক সংগীতের নতুন স্মৃতি হয়ে থাকবে ঢাকাবাসীর কাছে।