সর্বশেষ :
নেতানিয়াহুকে ধরতে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি টর্নেডোর আঘাতে ব্রাজিলে ৫ জনের মৃত্যু, আহত ১৩০ সেনাবাহিনীর সদস্য সরিয়ে নেওয়ার খবর গুজব, আগের মতোই মাঠে থাকছেন তারা: স্বরাষ্ট্র উপদেষ্টা পরবর্তী সরকার নতুন বেতন কাঠামো ও আইএমএফ ঋণ বিষয়ে সিদ্ধান্ত নেবে : অর্থ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের সিইসি গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিলেন বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরন বিতরণ মোরেলগঞ্জে মক্তব শিক্ষকের মারপিটে ছাত্রীর প্রানহানির অভিযোগ, ৯ মাস পরে মামলা দায়ের পাইকগাছায় ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি নিম্নমানের উপকরণ দিয়ে পাইকগাছায় চলছে সড়ক নির্মাণে কাজ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘চিলগাম’-এ অশালীন নাচের অভিযোগ, বিতর্কে মালাইকা আরোরা ও হানি সিং

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বিনোদন: বলিউডে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে মালাইকা আরোরা ও হানি সিং। তাদের নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’ প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। দর্শকদের অভিযোগ, ভিডিওটিতে মালাইকার নাচের ভঙ্গি ও অঙ্গভঙ্গি অশালীন এবং অরুচিকর।
ভিডিওটিতে দেখা গেছে, মালাইকা কখনও চুইংগাম চিবাচ্ছেন, কখনও জিভ বের করে নাচছেন। দর্শকদের অনেকেই মনে করছেন, এই দৃশ্যগুলো সৌন্দর্য বা আবেদন তৈরি করেনি, বরং সীমালঙ্ঘন করেছে শালীনতার। ইনস্টাগ্রাম ও ইউটিউবের মন্তব্যে কেউ লিখেছেন, “নাচের মধ্যে কোনো আকর্ষণ নেই, শুধু অশালীনতা।” কেউ কেউ আবার হানি সিংয়ের দিকেও আঙুল তুলেছেন, “হানি সিংয়ের পুরনো গানের মজা কোথায়? এখন শুধু ভিজ্যুয়াল বিতর্কই খবর হয়ে উঠছে।”
তবে এই সমালোচনার মাঝেও কেউ কেউ মালাইকার পক্ষে কথা বলেছেন। তাদের যুক্তি, তিনি একজন পেশাদার নৃত্যশিল্পী, এবং নাচের ধরন সময়ের সঙ্গে বদলায়। তবুও বেশিরভাগ দর্শকই হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, ‘ছাইয়া ছাইয়া’ বা ‘থামা থামা’ গানের মতো অনবদ্য পারফরম্যান্সের সেই মালাইকা এখানে যেন হারিয়ে গেছেন।
ভিডিওটিতে ব্যবহৃত নাচের ধরন ‘টোয়ার্কিং’, যেখানে মূলত কোমর ও নিতম্বের নড়াচড়ায় ছন্দ তৈরি করা হয়। এই নাচে স্বাচ্ছন্দ্য না থাকায় অনেকের কাছে পুরো পরিবেশনাটিই অস্বস্তিকর মনে হয়েছে। নেটিজেনদের কেউ কেউ লিখেছেন, “যেভাবে মালাইকা নাচলেন, তাতে সৌন্দর্য নেই, বরং কৃত্রিমতা বেড়েছে।”
ভারতের কয়েকটি বিনোদন পোর্টালের বিশ্লেষণে বলা হয়েছে, হানি সিংয়ের সাম্প্রতিক কয়েকটি মিউজিক ভিডিওতেই সীমা ছাড়ানো ভিজ্যুয়াল ব্যবহারের অভিযোগ উঠেছে। সমালোচকদের মতে, জনপ্রিয়তার খাতিরে এমন অশালীন উপস্থাপন আসলে শিল্পের মান ক্ষুণ্ন করছে।
তবে হানি সিং বা মালাইকা এখনো প্রকাশ্যে এই বিতর্কে কোনো প্রতিক্রিয়া জানাননি।


এই বিভাগের আরো খবর