শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্দুরকানীতে চেয়ারম্যান শাহিন হাওলাদারের ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মো. শাহিন হাওলাদারের ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ
ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা ও চলমান অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের
হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। শনিবার (নভেম্বর) দুপুরে
পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান
শাহিন হাওলাদার অভিযোগ করেন, গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৭টার দিকে
তিনি বাড়ি থেকে খুলনা যাওয়ার পথে পিরোজপুর শহরের বড় পুল এলাকায়
বালিপাড়া ইউনিয়নের আব্দুল হক মুন্সির ছেলে জাকারিয়া হোসেন মুন্সি ও
তার সহযোগীরা তার গাড়ির গতিরোধ করে। পরে তারা তাকে গাড়ি থেকে
টেনে নামিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা করে এবং তার কাছে
থাকা দুইটি আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। তিনি বলেন, আমার
চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে
উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে জামায়াত ইসলাম
নেতৃবৃন্দের মধ্যস্থতায় ঘটনাটি আপাতত মীমাংসা হলেও জাকারিয়া ও তার
সহযোগীরা এখনো আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। চেয়ারম্যান শাহিন
অভিযোগ করেন, ঘটনার পর জাকারিয়া মুন্সি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য
প্রচার করে সংবাদ সম্মেলন করেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি
এভাবে হামলা, অপহরণের চেষ্টা ও অপপ্রচারের শিকার হন, তাহলে সাধারণ মানুষ
কতটা নিরাপদ-এ প্রশ্ন এখন জনমনে, বলেন তিনি। তিনি আরও বলেন, আমি
প্রশাসনের কাছে আমার এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ
জানাই। একই সঙ্গে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায়
এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। রাজনৈতিক পটভূমি উল্লেখ করে
শাহিন হাওলাদার জানান, তিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে
নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।
ছাত্রজীবনে তিনি জিয়ানগর উপজেলা ছাত্রদলে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে
উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে
স্থানীয় উন্নয়নের স্বার্থে ২০১৯ সালে তিনি জাতীয় পার্টি (তে

যোগ দেন এবং ২০২১ সালের নির্বাচনে বিজয়ী হন।
সংবাদ সম্মেলনে চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান
ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন সহ স্থানীয়
জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে পিরোজপুর
সদর থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক

তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তারা
জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর