শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিদ্যুৎ কেন্দ্রের কাঠামো ধসে দক্ষিণ কোরিয়ায় ৭ জন আটকে পড়েছে

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে একটি বিদ্যুৎ কেন্দ্রের কাঠামো ধসে কমপক্ষে ৭ জন আটকে পড়েছে। জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা গতকাল এ তথ্য জানিয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উলসান শহরে কোরিয়া ইস্ট-ওয়েস্ট পাওয়ারের উলসান পাওয়ার সদর দপ্তরে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ধসের ঘটনাটি ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, দু’জনকে উদ্ধার করা হয়েছে। তবে কমপক্ষে সাতজন আটকে পড়েছে। তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক সকল মন্ত্রণালয়কে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় আরো জানিয়েছে, এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভেঙে ফেলার প্রস্তুতি চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। কেন্দ্রটি অকার্যকর হয়ে পড়েছে।

 


এই বিভাগের আরো খবর