শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিরোজপুরে গৃহবধূ পুত্র সন্তান রেখে একাধিক নোটারির মাধ্যমে অর্থ হাতানোর পায়তারা

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে গৃহবধূর পুত্র সন্তান রেখে একাধিক নোটারির মাধ্যমে অর্থ হাতানোর পায়তারা
করছে বলে অভিযোগ করেছেন এক স্বামী। পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের জবর
আমল গ্রামের স্বপন হালদারের পুত্র সবুজ হালদারের সাথে মাদারীপুর জেলার শিবচর উপজেলার
আমগ্রামের মানিক বিশ্বাসের মেয়ে রিয়া বিশ্বাস এর সাথে নোটারী পাবলিকের মাধ্যমে ২৪
সেপ্টেম্বর ২০২৪ খ্রি: তারিখে পিরোজপুর কালীবাড়ি মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সবুজ
হালদার বলেন, বিবাহের এক বছর পার হতে না হতেই সংসারের পরিসমাপ্তি ঘটিয়ে অর্থ হাতিয়ে
নেয়ার পায়তারায় উঠে পরে লেগেছে। আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই। কিন্তু আমার
স্ত্রী রিয়া বিশ্বাস কোন ভাবেই সংসার করতে রাজি নয়, সে বারে বারে নোটারির টাকা
হাতিয়ে নেয়ার তোর জোর চালিয়ে যাচ্ছে।
সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হাওলাদার জানান, আমি একাধিক তাদেরকে মিমাংসা
করা চেষ্ট করেছি। কিন্তু রিয়া বিশ্বাস আমাকে অমান্য করে আদালতে যায়। এছাড়াও স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিরা সংসার করানোর জন্য রিয়া বিশ্বাসকে বুঝানোর চেষ্টা করলেও রিয়া বিশ্বাস ২
মাস পূর্বে সবুজ হালদারের বাড়ি ছেড়ে কেউ কে কিছু না জানিয়ে চলে যায়। এর পরবর্তীতে
সবুজ তাকে মুঠোফোনে বাড়িতে ফিরে আসতে বলে। কিন্তু রিয়া বিশ্বাস বলে নোটারির
টাকা দিয়ে দে, নয় তো আত্মহত্যা করবো, তোর সাথে আর কোন ঘর সংসার করবো না।
সবুজ বিশ্বাস জানায়, আমার নোটারির পূর্বে লিটন মিস্ত্রীর সাথে বিবাহ হয়েছিলো। তার
সংসারে নিলয় মিস্ত্রী নামে ৫ বছরের ১টি পুত্র সন্তান রয়েছে। ২৪/০৯/২০২৪ খ্রি: তারিখ আমরা
নোটারি পাবলীকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমি আমার পিতা মাতার এক মাত্র সন্তান।
আমার পিতা বর্তমানে ক্যান্সার রোগে আক্রান্ত। রিয়া বিশ্বাসকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমি
সংসার করার জন্য চেষ্টা করছি। কিন্তু রিয়া বিশ্বাস আমার সংসার করতে কোন মতে আগ্রহী নয়
বরং টাকাই তার চাই। মুঠোফোনে বলে, নোটারীর টাকা না দিলে, আমাকে যৌতুক, নারী
নির্যাতনের মত বড় বড় মামলা দিবে বলে হুমকি দেয়।
সবুজ হালদার আরও বলেন, আমার সংসারে না থেকেও নোটারির টাকা পাওয়ার জন্য সে লিগ্যাল
এইড এর মাধ্যমে আমাকে নোটিশ প্রদান করেছে। লিগ্যাল এইড এর মিমাংসা সভায় আমি
বলেছি, হিন্দু বিধান মতে, বিয়ে একবারেই হয়, রিয়া বিশ্বাস আমারই স্ত্রী। এখনও তাকে
নিয়ে আমি সংসার করতে চাই।


এই বিভাগের আরো খবর