সর্বশেষ :
জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ প্রশান্ত মহাসাগরে দুটি নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা গ্রেফতার কাপিল দেবের চোখে গাম্ভির ভারতের কোচ নন, টিম ম্যানেজার
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আইসিইউতে অভিনেতা ধর্মেন্দ্র

প্রতিনিধি: / ৫৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বিনোদন:অসুস্থ অবস্থায় বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ৮৯ বছর বয়সী এই অভিনেতা। যদিও দেওল পরিবারের পক্ষ থেকে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে তার আইসিইউতে ভর্তি থাকার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করছেন। অভিনেতার পারিবারিক সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তিনি আপাতত ভালো আছেন। ধর্মেন্দ্রের শারিরীক অবস্থা প্রসঙ্গে হাসপাতাল সূত্রের ভাষ্য, ‘শ্বাসকষ্ট নিয়ে ভর্তি, তবে রাতে ভালো ঘুমিয়েছেন। ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। রক্তচাপ ও হৃদস্পন্দন পর্যবেক্ষণ করা হয়েছে, সব ঠিক আছে। প্রস্রাবের পরিমাণও যথাযথ।’ এর আগে, গত এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ে চোখে ব্যান্ডেজ নিয়ে প্রবীণ অভিনেতার হাসপাতাল থেকে বাড়ি ফেরার ভিডিও ভাইরাল হয়। তবে বার্ধক্য এলেও তাঁর ভারে যে তিনি নুইয়ে পড়েননি, সেকথাই তখন পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছিলেন। ধর্মেন্দ্র বলেছিলেন, ‘‘আমি এখনও শক্ত। এখনও ধর্মেন্দ্রর সেই ‘দম’ রয়েছে। আমার দর্শক-অনুরাগীদের জন্য নিজেকে আজও ধরে রেখেছি।” প্রসঙ্গত, আগামী ৮ ডিসেম্বর নব্বইয়ে পা রাখবেন ধর্মেন্দ্র। তার আগেই প্রবীণ অভিনেতার অসুস্থতার খবরে মন খারাপ নিকটজন ও অনুরাগীদের। এ অবস্থায় ব্যস্ত শিডিউলের মাঝেও বাবা ধর্মেন্দ্রর খেয়াল রাখছেন সানি দেওল ও ববি দেওল।

 


এই বিভাগের আরো খবর