সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিডিও গেম থেকে বড় পর্দায় আসছে ‘কল অব ডিউটি’

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বিনোদন:বিশ্বের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘কল অব ডিউটি’ দীর্ঘ দুই দশক ধরে গেমিং দুনিয়ার শীর্ষে রয়েছে। সারা বিশ্বের গেমারদের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করেছে এই ফ্র্যাঞ্চাইজি, যা একাধিক বার ফার্স্ট পারসন শ্যুটার (এফপিএস) ও অ্যাকশন জনরাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। তবে গেমের একচেটিয়া জনপ্রিয়তার পরও আজ অবধি কোনও লাইভ অ্যাকশন সিনেমায় রূপান্তরিত হয়নি ‘কল অব ডিউটি’। তবে সেই শূন্যস্থান পূরণের পথে এক বড় পদক্ষেপ নিয়েছে প্যারামাউন্ট পিকচার্স। এ বছর জানুয়ারি মাসে প্যারামাউন্ট ‘কল অব ডিউটি’ লাইভ অ্যাকশন সিনেমা তৈরির ঘোষণা দেয় এবং সেই অনুযায়ী, এখন তারা সিনেমাটির জন্য নির্মাণকারী দলের নামও ঘোষণা করেছে। প্যারামাউন্টের নির্বাচিত দলে রয়েছেন দু’জন বিখ্যাত ও অভিজ্ঞ নির্মাতা- টেইলর শেরিডান এবং পিটার বার্গ। এই দু’জনেই হলিউড এ দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং ইতিমধ্যে বেশ কিছু সামরিক থ্রিলার এবং অ্যাকশন ছবির সাথে যুক্ত হয়েছেন। টেইলর শেরিডান, যিনি ‘ইয়েলোস্টোন’ সিরিজের নির্মাতা এবং ‘সিকারিও’ ফিল্মের লেখক, তার গল্প বলা ও উত্তেজক নাটক নির্মাণে দক্ষতা দেখিয়েছেন। অপরদিকে পিটার বার্গের নামও গেমিং সংশ্লিষ্ট সিনেমার জগতে পরিচিত, যেমন ‘লোন সারভাইভার’, ‘দ্য কিংডম’ এবং ‘মাইল ২২’ এর মত সামরিক থ্রিলার ছবির নির্মাতা হিসেবে। রিপোর্ট অনুযায়ী, শেরিডান এবং বার্গ একসাথে ‘কল অব ডিউটি’ সিনেমার স্ক্রিপ্ট লিখবেন এবং বার্গ নিজে সিনেমাটি পরিচালনা করবেন। তবে এখনও সিনেমার কাহিনী সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি বা এটি গেমের কোনও নির্দিষ্ট গল্পের উপর ভিত্তি করে হবে কিনা তা নিশ্চিত হয়নি। ‘কল অব ডিউটি’ গেম সিরিজের মধ্যে বহু সময়ে বাস্তব ও কাল্পনিক যুদ্ধে সমর্পিত নানা সিলুয়েট রয়েছে, তাই সিনেমার জন্য প্রচুর প্লটের সুযোগ রয়েছে। তবে প্যারামাউন্টের এই পদক্ষেপ অনেকটাই নিরাপদ মনে হচ্ছে, কারণ শেরিডান ও বার্গ দু’জনেই কার্যকরীভাবে যুদ্ধের দৃশ্য এবং উত্তেজক থ্রিলার তৈরিতে পারদর্শী। সিনেমার জন্য এই দল নির্বাচন, যদিও জনপ্রিয় এবং প্রমাণিত, তবুও এটি কিছুটা ‘নিরাপদ’ কৌশল মনে হতে পারে। শেরিডান এবং বার্গের কাজ দেখে ইতিমধ্যেই দর্শকরা অনুমান করতে পারবেন সিনেমাটি কেমন হবে- একটি শক্তিশালী সামরিক থ্রিলার, যেখানে প্রত্যাশিত উত্তেজনা এবং অ্যাকশন থাকবে, কিন্তু নতুন কিছু বড় চমক হয়তো থাকবে না। প্যারামাউন্ট এই সিনেমা দিয়ে গেমের ফ্র্যাঞ্চাইজির ভিত্তিতে একটি বড় মাপের নতুন সিনেমা সিরিজ শুরু করার চেষ্টা করছে, তবে কোম্পানির পক্ষ থেকে সম্ভাব্যতাও রয়েছে যে তারা বিশেষভাবে কোনো নতুন দৃষ্টিভঙ্গি বা কল্পনা প্রদর্শন না করেও বড় সাফল্য অর্জন করতে চাইছে। এই ঘোষণা এসেছে যখন শেরিডান বর্তমানে প্যারামাউন্টের সাথে চুক্তিবদ্ধ, যা তাকে ভবিষ্যতে আরও ‘কল অব ডিউটি’ সিনেমায় কাজ করার সুযোগ দিতে পারে।


এই বিভাগের আরো খবর