 
						বিনোদন: অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, আবারও বড় পর্দায় ফিরছে ভারতীয় সিনেমার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি বাহুবলী। তবে এটি নতুন কোনো গল্প নয়, বরং পরিচালক এস. এস. রাজামৌলি দুই পর্ব-বাহুবলী: দ্য বিগিনিং এবং বাহুবলী টু: দ্য কনক্লুশন-একত্রিত করে উপস্থাপন করছেন নতুন আঙ্গিকে। এই মহাকাব্যিক সংস্করণের নাম রাখা হয়েছে বাহুবলী: দ্য এপিক, যার দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিট। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড সৃষ্টি করেছে এটি। এখন পর্যন্ত ‘বাহুবলী: দ্য এপিক’ অগ্রিম বিক্রির মাধ্যমে আয় করেছে প্রায় ৫ কোটি রুপি। এর মধ্যে ভারতের অভ্যন্তরে বিক্রি হয়েছে ২.৫ কোটি রুপির টিকিট, আর আন্তর্জাতিক বাজারেও সমপরিমাণ আয় হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি কোনো পুনঃপ্রকাশিত ছবির জন্য এক বিরল অর্জন, যা ভারতীয় বঙ্ অফিসে নতুন ইতিহাস গড়তে চলেছে।দর্শকদের উচ্ছ্বাস এতো বেশি যে, পুরোনো দুই ছবিকে একত্রে উপস্থাপন করা হলেও আগ্রহের মাত্রা ছাড়িয়ে গেছে প্রত্যাশার সীমা। চলচ্চিত্র বিশ্লেষক রাজীব মাসান মন্তব্য করেছেন, “বাহুবলী কেবল একটি সিনেমা নয়, এটি এক আবেগ। সেই আবেগই দর্শকদের আবারও হলে ফিরিয়ে আনছে।” উদ্বোধনী দিনের টিকিট বিক্রির দিক থেকেও এটি মহেশ বাবুর খালেজা ও মুরারি-এর পুনঃপ্রকাশের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।এদিকে এখনো কিছু বিশেষ প্রদর্শনীর, বিশেষ করে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রিমিয়ার শোর টিকিট বিক্রি শুরু হয়নি। আয়োজকরা জানিয়েছেন, এই বুকিং চালু হলে অগ্রিম বিক্রির অঙ্ক আরও অনেক বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের বড় শহরগুলোতে থিয়েটার মালিকরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। চলচ্চিত্র ব্যবসা বিশ্লেষকদের মতে, ‘বাহুবলী: দ্য এপিক’ কেবল একটি পুনঃপ্রকাশ নয়, বরং এটি ভারতীয় চলচ্চিত্র শিল্পের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। রাজামৌলির এই উদ্যোগ নতুন প্রজন্মের দর্শকদেরও হলে ফিরিয়ে আনবে বলে মনে করছেন তারা।