 
						বিনোদন: জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’ সম্প্রচার শুরুর পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সালমান খান। তার পারিশ্রমিক, পক্ষপাতিত্বের অভিযোগ এবং উপস্থিতি ঘিরে দর্শকদের কৌতূহল যেন থামছেই না। কেউ বলছেন, প্রতি মৌসুমে সালমান নিচ্ছেন ১৫০ থেকে ২০০ কোটি রুপি, আবার কেউ দাবি করছেন, তিনি কিছু প্রতিযোগীর প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল। এবার এসব গুঞ্জনের জবাব দিয়েছেন শো-এর প্রযোজক ঋষি নেগি।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষি নেগি বলেন, সালমান খান শুধু ‘উইকএন্ড কা বার’-এর সময় উপস্থিত থাকেন না, বরং নিয়মিতভাবে ঘরের ভেতরের কার্যক্রম দেখেন। তিনি জানান, “সালমান সময় না পেলেও অন্তত এক থেকে দেড় ঘণ্টা গুরুত্বপূর্ণ ফুটেজ দেখেন। তিনি জানেন ঘরের ভেতরে কী ঘটছে। নিজের মতামত দেন, আমরা নির্মাতা হিসেবে আমাদেরটা দিই, পাশাপাশি দর্শকদের প্রতিক্রিয়াও যুক্ত করি। সব মিলিয়েই উইকএন্ডের পর্ব সাজানো হয়।”
সঞ্চালকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে নেগি বলেন, “এটা নতুন কিছু নয়। সালমানকে কখনো কোনো প্রতিযোগীর পক্ষে বা বিপক্ষে কথা বলতে বলা হয় না। তিনি যা বলেন, তা সম্পূর্ণ তাঁর নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে।”
তবে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন-সলমন কি সত্যিই ১৫০ থেকে ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন? এ বিষয়ে প্রযোজক বলেন, “ওটা সালমান খান ও জিওহটস্টারের মধ্যকার একটি চুক্তি। সঠিক অঙ্ক আমি জানি না। তবে যত টাকাই হোক, তিনি সেই মূল্যের যোগ্য। যতক্ষণ সালমান ‘উইকএন্ডে’ থাকছেন, আমি খুশি।”
২০০৮ সালে ‘বিগ বস’-এর চতুর্থ মৌসুম থেকে সঞ্চালনা শুরু করেন সালমান খান। পঞ্চম মৌসুমে সঞ্জয় দত্তের সঙ্গে যৌথভাবে উপস্থাপনা করলেও এরপর থেকে একাই ধারাবাহিকভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন। ফারাহ খান, করণ জোহর ও অনিল কাপুর মাঝে কয়েকটি বিশেষ সংস্করণ উপস্থাপনা করেছেন, তবে সালমানের উপস্থিতিতেই শোয়ের জনপ্রিয়তা সর্বাধিক বলে মনে করেন প্রযোজকরা।
এক দশকেরও বেশি সময় ধরে ‘বিগ বস’-এর প্রতিটি সিজনে সালমান খানের উপস্থিতি যেন ব্র্যান্ডেরই অংশ হয়ে গেছে। দর্শকদের ভাষায়, “বিগ বস মানেই সালমান খান।”