 
						বিনোদন: ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতের আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার বড় পর্দায় হাজির হয়েছেন হরর-কমেডি ঘরানার ‘থাম্মা’ সিনেমায়। দীপাবলির সময়, ২১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত এই সিনেমা ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের নজর কাড়ছে। আয়ুষ্মান খুরানা তার বিপরীতে অভিনয় করেছেন এবং প্রেক্ষাগৃহে মুক্তির আগেই গান-সংগীতের মাধ্যমে আলোচনায় এসেছে সিনেমাটি।
মুক্তির মাত্র ৯ দিনে ‘থাম্মা’ শুধু ভারতে ১২.৫ কোটি রুপি আয় করেছে, বিদেশে আয় ১৭.৫ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১৩৯ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯২.০৪ কোটি টাকা। ম্যাডক ফিল্মসের এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড এবং এটি ইউ/এ ১৬+ রেটিং সহ অনুমোদিত।
আয়ুষ্মান খুরানা ভারাইটিকে জানান, “সিনেমাটি সরাসরি ভারতীয় পুরাণ ও কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। আমরা প্রায়ই পশ্চিমা ধারণার দিকে তাকাই, কিন্তু আমাদের সংস্কৃতিতেই অনেক ধারণার উৎস আছে। এটি আমার প্রথম প্রকৃত ফ্যান্টাসি প্রকল্প। এখানে আমি একটি বেতাল চরিত্রে অভিনয় করছি, যা ভারতের লোককথার প্রেতাত্মা। এটি হরর নয়, বরং কমেডি; রোমান্স ও অ্যাকশন মিশ্রিত।”
রাশমিকা মান্দানা বলেন, “গল্প শুনে থেকেই আমি এই ইউনিভার্সের অংশ হতে উদ্দীপ্ত হয়েছিলাম। সিনেমার চরিত্রগুলো আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ যুক্ত।”
সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল শর্মা, ফয়সাল মালিক। পাশাপাশি একঝাঁক তারকা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন-মালাইকা আরোরা, নোরা ফাতেহি, অমর কৌশিক, সত্যরাজ, বরুণ ধাওয়ান ও সুনীল কুমার।
‘থাম্মা’ ইতিমধ্যেই মুক্তির আগেই দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রাশমিকা মান্দানা ও আয়ুষ্মান খুরানার রসায়ন এবং ভারতীয় পুরাণ-উৎস প্রেরিত গল্প দর্শকদের আকৃষ্ট করছে।