রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, নিহত ব্যক্তি ফার্মগেট মেট্রো স্টেশনের নিচ দিয়ে হাঁটছিলেন। ঠিক সে সময় উপর থেকে বিয়ারিং প্যাড পড়ে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৩৫), তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হঠাৎ বিকট শব্দ হয় এবং আশপাশের ভবন কেঁপে ওঠে। পরে দেখা যায়, এক পথচারী মাটিতে লুটিয়ে আছেন এবং মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় পাশে থাকা একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ফার্মগেটের খেজুরবাগান মোড়ে মেট্রো লাইনের গার্ডারের একটি বিয়ারিং জয়েন্ট খুলে নিচে পড়ে যায়। তিনি বলেন, “নকশায় ত্রুটি ছিল। আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। জাপানিজ ঠিকাদারদের ত্রুটি সংশোধনের জন্য বলা হলেও তারা যথাযথ পদক্ষেপ নেয়নি।”
ডিএমটিসিএল সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিয়ারিং প্যাড একটি বিশেষ রাবারজাত উপাদান, যা পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো থাকে। প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলোর মাধ্যমে ট্রেন চলাচলের সময় সৃষ্ট চাপ পিলারের মাধ্যমে মাটিতে সঞ্চারিত হয়।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর একই এলাকায় মেট্রো লাইনের একটি অংশে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সে সময় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। নিরাপত্তা উদ্বেগের সেই প্রেক্ষাপটেই এবার দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।