সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অ্যাডেল নতুন রূপে ফিরলেন

প্রতিনিধি: / ৭২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

প্রায় ছয় মাস ধরে যেন হারিয়ে ছিলেন তিনি। না কোনো শো, না কোনো জনসমক্ষে উপস্থিতি। ভক্তদের মনে প্রশ্ন ছিল অ্যাডেল কোথায়? অবশেষে সেই নীরবতা ভেঙে ফিরলেন সুরের জাদুকরী বিশ্বখ্যাত ব্রিটিশ গীতিকার ও সংগীতশিল্পী অ্যাডেল। সম্প্রতি টেঙ্াসে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিঙ্ েহাজির হয়ে ফের শিরোনামে আসেন তিনি। এফ১ ড্রাইভার জর্জ রাসেল ও আন্দ্রেয়া কিমি অ্যান্টোনেলির ইনস্টাগ্রাম পোস্ট করা এক ছবিতে দেখা যায়, ‘হ্যালো’ খ্যাত এই তারকাকে। সম্পূর্ণ কালো লম্বা হাতার পোশাক, সামনে পকেট, ঢিলেঢালা ট্রাউজার, স্কোয়ার-টো বুট, হুপ কানের দুল ও ওভারসাইজ সানগ্লাসে অ্যাডেল যেন আবারও প্রমাণ করে দিলেন-তিনি শুধু কণ্ঠেই নয়, স্টাইলেও এক অনন্য আইকন। ভক্তরা উচ্ছ্বসিত, কারণ এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। ২০২৫ সালের এপ্রিল মাসে বাগদত্তা রিচ পলের সঙ্গে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল অ্যাডেলকে। এরপর দীর্ঘ বিরতিতে তিনি ছিলেন আড়ালে। তবে তার আগের বছর, ২০২৪ সালের হ্যালোইন সপ্তাহান্তে লাস ভেগাসে নিজের রেসিডেন্সি শোতে অ্যাডেল তৈরি করেছিলেন এক অবিস্মরণীয় মুহূর্ত। মেরিল স্ট্রিপের বিখ্যাত চরিত্র মাডেলিন অ্যাশটনের সাজে মঞ্চে উঠেছিলেন তিনি। ভক্তদের কেউই ভাবতে পারেননি, সেই রাতেই ঘটবে এক বাস্তব জাদু। ‘হোয়েন উই ওয়্যার ইয়াং’ গাইতে গাইতে অ্যাডেল হঠাৎই দর্শকদের ভিড়ে দেখতে পান আসল মেরিল স্ট্রিপকে! বিস্মিত কণ্ঠে বলেন, ‘হ্যালো’ এরপর নতজানু হয়ে সম্মান জানান। মুহূর্তেই দুই তারকার আলিঙ্গনে ভরে ওঠে পুরো অডিটোরিয়াম, আর অ্যাডেল গানের মাঝেই আবেগঘন কণ্ঠে বলেন, আই লাভ ইউ। অ্যাডেলের এ উপস্থিতি প্রমাণ করল, তিনি যেমন সংগীতে জাদু ছড়াতে পারেন, তেমনি তার প্রতিটি জনসমক্ষে ফেরা যেন এক একটি বিশেষ আয়োজন হয়ে ওঠে।


এই বিভাগের আরো খবর