সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের বাবা হতে চলেছেন রাম চরণ

প্রতিনিধি: / ৫৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বলিউডে পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে রাজকুমার রাও-পত্রলেখা; তারকাদের ঘরে নতুন অতিথি আসার তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা, ‘আরআরআর’ খ্যাত অভিনেতা রাম চরণ। মেয়ের জন্মের বছর দুয়েক পর ফের বাবা হতে চলেছেন তিনি। দীপাবলির দিনে এই সুখবর ভাগ করে নিয়েছেন রাম চরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। যদিও তারকা দম্পতি এখনও আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা করেননি, তবে উপাসনার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও তাদের জীবনে নতুন অতিথির আগমন বার্তা স্পষ্ট করে তুলেছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সম্প্রতি সাধের অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘এই দীপাবলির আনন্দ দ্বিগুণ। ভালোবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ। শিগগিরই নতুন জার্নি শুরু করতে চলেছি।’ ভিডিওটিতে আচার-অনুষ্ঠানের দৃশ্য এবং বিশেষ করে একটি শিশুর পায়ের ছাপ দেখে ভক্তদের আর বুঝতে বাকি নেই যে, তাদের পরিবারে শিগগিরই আসছে নতুন সদস্য। মুহূর্তেই তারকা দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ভিডিওতে আরও দেখা যায়, পরিবারের সকলে মিলে উৎসবের আনন্দে মেতে উঠেছেন। রাম চরণকেও সকলের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে এই ভিডিও। উল্লেখ্য, ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাম চরণ ও উপাসনা। দীর্ঘ অপেক্ষার পর, বিয়ের প্রায় দশ বছর পর অর্থাৎ ২০২৩ সালে এই দম্পতি কন্যাসন্তানের বাবা-মা হয়েছিলেন। তাদের প্রথম সন্তানের নাম ক্লিন কারা। এবার বিয়ের ১৩ বছর পর ফের দ্বিতীয়বারের মতো মাতৃত্বের পথে উপাসনা। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন অতিথি আগমনের তারিখ জানতে।


এই বিভাগের আরো খবর