অভিনয় ও সংগীতজগতে ভারতের আসামের সাংস্কৃতিক প্রতীক হিসেবে যিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দেবেন তিনি হলেন জুবিন গার্গ। তার মৃত্যুতে শোকে আচ্ছন্ন হয়ে আছে পুরো আসাম। তার অকাল প্রয়াণের এক মাস পেরিয়ে গেলেও এখনো সেখানকার জনপদ শোকাতুর। এই শোকের আবহে স্থগিত করা হয়েছে ‘ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল’। চলতি বছরের ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত উৎসবটি হওয়ার কথা ছিল। এটি হতো এ ফিল্ম ফেস্টিভ্যালের দশম আসর, আয়োজনেও বিভিন্ন নতুনত্ব আনার কথা চিন্তা করা হয়েছিল। কিন্তু জুবিন গার্গের মৃত্যুর পর অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। এক বিবৃতিতে আয়োজক কমিটি জানিয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালের দশম আসর, যা এবছর ৪-৭ ডিসেম্বর হওয়ার কথা ছিল, সেটি আমরা ২০২৬ সালে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। আসাম তার প্রিয় সাংস্কৃতিক আইকন ও ভূমিপুত্রকে হারিয়েছে। আমরা সবাই গভীর শোকে আচ্ছন্ন। তাই এবারের সিনেমা উদযাপন স্থগিত রাখাই শ্রেয় মনে হয়েছে।’ জুবিন গার্গ শুধু গায়ক নন, আসামের সংস্কৃতির দূত হিসেবেও কাজ করেছেন। মৃত্যুর আগে তিনি সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য গিয়েছিলেন। সেখানেই ঘটে আকস্মিক মৃত্যু হয়েছে। জীবনের শেষ ভিডিওতে তিনি আসামের ঐতিহ্য ও সংস্কৃতির জয়গান গেয়েছিলেন, যা এখন ভক্তদের কাছে স্মৃতির মতো বয়ে বেড়াচ্ছে। আয়োজক কমিটি আরও জানিয়েছে, ‘যারা চলচ্চিত্র উৎসবে অংশ নিতে টিকিট কেটেছিলেন, তাদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। আশা করি, দর্শক ও স্পনসররা আমাদের এই সিদ্ধান্তে পাশে থাকবেন।’ আসামের আকাশ-বাতাস এখনো ভারী প্রিয় শিল্পীর শোকে। আর তাই চলচ্চিত্র উৎসবের বদলে এবার বয়ে যাচ্ছে কেবল নীরব ভালোবাসা জুবিন গার্গের প্রতি।